শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপস্থাপনা ও ইন্টারভিউ দক্ষতার উপর কর্মশালা আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগ এই কর্মশালার আয়োজক হিসেবে রয়েছে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-এ এর ১২৯ নম্বর কক্ষে এই কর্মশালা মঙ্গলবার বিকাল পাঁচটা থেকে শুরু হবে। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্কুল অব ম্যানেজমেন্ট এন্ড বিজনেস এডমিনিস্ট্রেশনের ডিন এবং ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. নজরুল ইসলাম।

এ বিষয়ে আয়োজকদের মধ্যে শরীফুল ইসলাম হিমেল বলেন, কর্মশালায় কি-নোট স্পীকার হিসেবে রয়েছেন বিশিষ্ট ট্রেইনার এবং বিডিইয়াংস্টারজ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাব্বির সরকার। তিনি ‘ফিফটি সিক্রেটস টু বি এ গ্রেট প্রেজেন্টার’ শীর্ষক সেশনে উপস্থাপনার কলাকৌশল আলোচনা করবেন। অন্যদিকে বিডিইয়াংস্টারজ এর মাস্টার ট্রেইনার এআর সবুজ ‘হাউ টু ফেইস ইন্টারভিউ’ শীর্ষক সেশনে আলোচনা করবেন। কর্মশালাটি সিলেট বিভাগের যে কোন শিক্ষার্থীর জন্যই উন্মুক্ত বলে জানান আয়োজকদের অন্যতম মুশফিকুর রহমান। তিনি জানান, কর্মশালায় অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থীকে সার্টিফিকেট প্রদান করা হবে। তবে এ জন্য প্রত্যেক শিক্ষার্থীকে রেজিস্ট্রেশন করতে হবে। একাডেমিক ভবন-এ এর তৃতীয় তলায় রেজিস্ট্রেশন করা যাবে। এছাড়া রেজিস্ট্রেশন এর জন্য ০১৫১৫২৬৪০৯২ এবং ০১৭২৯৬৫০৬০৪ এই নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে আয়োজকদের পক্ষ থেকে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn