শাবিতে রিক্সার সংঘর্ষে আহত ২
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই রিক্সার মুখোমুখি সংঘর্ষে এক ছাত্রীসহ আহত হয়েছে ২জন। বুধবার রাত ৯টায় এ ঘটনা ঘটে। দূর্ঘটনায় ঐ ছাত্রীকে বহনকারী রিক্সাওয়ালা অজ্ঞান হয়ে পড়লে পথচারীরা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়। আহত মিতালী চক্রবর্তী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। তিনি সাংবাদিকদের জানান, আবাসিক হলে ফেরার সময় গোলচত্বর এলাকায় রিক্সাটি মোড় ঘুরতে গেলে অপরদিক থেকে এক রিক্সার সাথে সংঘর্ষে রিক্সা উল্টে যায়। আমি আহত হয়ে পরে প্রাথমিক চিকিৎসা নিয়েছি। এ ঘটনায় রিক্সাচালক ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়ে।সরেজমিনে ঘুরে দেখা গেছে, গোলচত্বর এলাকায় ছাত্রী হলের দিকের মোড়টিতে কোনো ধরনের লাইট নেই। শিক্ষার্থীদের অভিযোগ ক্যাম্পাসে বেশকটি গুরুত্বপূর্ণ জায়গায় লাইট না থাকার বিষয়টি প্রশাসনকে জানালো হলেও তাতে খুব বেশী কাজ হয়নি। এর আগে ছাত্রী হলের রাস্তায় বেশ কয়েকবার ছিনতাইয়ের ঘটনা ঘটলেও তখন প্রশাসন থেকে অতিসত্ত¡র লাইটিং এর ব্যবস্থাসহ নিরাপত্তা জোরদার করার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে বলে জানায়। তবে গত কয়েকমাসে দৃশ্যত কোনো ধরনের ব্যবস্থাই নেয়নি প্রশাসন। বিষয়টি জানতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক জহির উদ্দিন আহমেদের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনাটি বেশ বড় নয়। আহত শিক্ষার্থী আবাসিক হলে ভালই আছে। রিক্সাওয়ালাকে পথচারীরা সেবা দিয়ে বাড়ীতে পাঠাইছে।