শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) ছাত্র ধর্মঘট সফলে প্রগতিশীল ছাত্রজোট পালিত অবস্থান কর্মসূচিতে হামলা চালিয়েছেন শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে চালানো এ হামলায় ছাত্রজোটের ৯ নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন- ছাত্র জোটের আহ্বায়ক প্রসেনজিত রুদ্র, সাধারণ সম্পাদক নাজিরুল আযিম বিশ্বাস, রুবায়েত আহমেদ, জয়দ্বীপ দাশ, রশিদ ইফাজ, তৌহিদুজ্জামান জুয়েল, এমকে মুনিম, আব্দুল্লাহ হেল কাফি, নাইম আশরাফ আদিব। হামলায় জোট কর্মী জয়দ্বীপ দাশের মাথা ফেটে গেছে। তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়নবিরোধী ছাত্রদের আন্দোলেনে ছাত্রলীগের হামলার ঘটনার প্রতিবাদে দেশব্যাপী ছাত্র ধর্মঘট পালিত হচ্ছে। এরই অংশ হিসেবে সোমবার সকাল ৮টার দিকে ধর্মঘটের সমর্থনে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ব্যানার ঝুলিয়ে অবস্থান নেন জোটের নেতারা। ফটকে অবস্থান নেয়ার কারণে শিক্ষার্থীদের কোনো বাস চলাচল করতে পারেনি। পরে ছাত্রলীগের নেতাকর্মীরা শিক্ষার্থীদের ভোগান্তির দোহাই দিয়ে ছাত্রজোটের অবস্থান কর্মসূচিতে হামলা চালান। ছাত্রজোটের নেতাকর্মীরা অভিযোগ করেন, ছাত্রলীগ নেতা মুশফিকুর রহমান ভুঁইয়ার নেতৃত্বে ছাত্রলীগ নেতাকর্মীরা অবস্থান কর্মসূচিতে হামলা চালান। এ সময় ছাত্রজোটের ৯ কর্মী আহত হন। এদিকে ধর্মঘটের কারণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ক্লাস-পরীক্ষা স্থগিত ছিল।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn