বার্তা ডেস্ক:: কেন শাড়ি পরেন তার কারণ জানালেন ভারতে বসবাসকারী বাংলাদেশের বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, ‘কাপড়ের আলমারি খুলে হাতের কাছে যা পাই তাই পরি। চোখের আড়ালে অনেক ভালো কিছু পড়ে থাকে, বছর চলে যায়, পরা হয় না। আমার পরার মধ্যে শার্ট প্যান্ট, অথবা শাড়ি। আমি সালোয়ার কামিজ পরি না। নতুন যে কত ডিজাইন এসেছে সালোয়ার কামিজে, কুর্তা পাজামায়, কত রকমারি ফেমিনিন ড্রেস, আমাকে মানায় না এসব, আমি পরি না।’ কাপড়ের আলমারি খুলে হাতের কাছে যা পাই তাই পরি। চোখের আড়ালে অনেক ভালো কিছু পড়ে থাকে, বছর চলে যায়, পরা হয় না। আমার পরার মধ্যে শার্ট প্যান্ট, জিন্স টিশার্ট, অথবা শাড়ি। আমি সালোয়ার কামিজ পরি না। নতুন যে কত ডিজাইন এসেছে সালোয়ার কামিজে, কুর্তা পাজামায়, কত রকমারি ফেমিনিন ড্রেস, আমাকে মানায় না এসব, তাই পরি না। আলমারি খুললে যা চোখে পড়ে, হাবিজাবি শাড়ি, মলিন টি শার্ট, দিনের পর দিন তা-ই পরতে থাকি। কাল সন্ধ্যেয় যে শাড়িটি পরলাম, সেটা একটা ভুলে যাওয়া শাড়ি। ফাইন সিল্ক, অসাধারণ আঁচল।এইরকম হীরের টুকরো শাড়িগুলোকে একটু একটু করে পরে ফেলতে হবে। শাড়ি পরাটা আমার কাছে শুধু তারুণ্যের স্মৃতি উদযাপন,বা নিছক শখের ব্যাপার নয়, শাড়ির বিলুপ্তি রোধ করার পক্ষে এ একটি আন্দোলনের মতোও।
 

তিনি লেখেন ‘আলমারি খুললে যা চোখে পড়ে, হাবিজাবি শাড়ি, মলিন টি শার্ট, দিনের পর দিন তাই পরতে থাকি। কাল সন্ধ্যেয় যে শাড়িটি পরলাম, সেটা একটা ভুলে যাওয়া শাড়ি। ফাইন সিল্ক, অসাধারণ আঁচল। এইরকম হীরের টুকরো শাড়িগুলোকে একটু একটু করে পরে ফেলতে হবে। শাড়ি পরাটা আমার কাছে শুধু তারুণ্যের স্মৃতি উদযাপন,বা নিছক শখের ব্যাপার নয়, শাড়ির বিলুপ্তি রোধ করার পক্ষে এ একটি আন্দোলনের মতোও। ’

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn