শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
সুনামগঞ্জ সরকারী কলেজের রসায়ন বিভাগের প্রভাষক আহছান শহীদ আনছারির উপর বুধবার সন্ধ্যায় কলেজ রোডে সন্ত্রাসীর হামলার প্রতিবাদে কলেজের ১ম বর্ষের পরীক্ষা বর্জন করে প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছে কলেজের সকল শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকালে কলেজের সামনে কলেজ শিক্ষার্থীদের আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন সরকারী কলেজের দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ শামছুল আলম, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ইফতেকার আলম, সরকারী কলেজের সহকারী অধ্যাপক আবু তাহের, বিসিএস সাধারণ শিক্ষা সমিতির কলেজ ইউনিটের সম্পাদক মুস্তান শাহ বিল্লা, সরকারী কলেজের প্রভাষক জাকির হোসেন, কলেজ ছাত্র দ্বিপাল ভট্টার্চায, মোমেন আহমদ তালুকদার, আবু সালেক প্রমুখ। এছাড়াও মানববন্ধন প্রতিবাদের সাথে একাত্মতা পোষণ করেছে সুনামগঞ্জ সরকারী মহিলা কলেজ। মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা বলেন, রসায়ন বিভাগের প্রভাষক আহছান শহীদ আনছারি’র উপর হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে। নইলে কলেজের শিক্ষার্থীরা কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করবে।