শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব পরায় নিষেধাজ্ঞা দিলো অস্ট্রিয়া
জাতিগত বৈষম্যের অভিযোগ থেকে নারী শিক্ষার্থীদের রক্ষা করার জন্য শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের হিজাব পরিধান করার ওপর নিষেধাজ্ঞা বিল পাশ করেছে অস্ট্রিয়া। বুধবার অস্ট্রিয়ান প্রতিনিধি পরিষদে এই বিলের অনুমোদন করে। খবর স্কাই নিউজের প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে হিজাব নিষিদ্ধ করার ব্যাপারে সরকারি জোটের ডানপন্থী একটি দলের দাবির প্রেক্ষিতে এই বিলের অনুমোদন দেয়া হল। জানা গেছে, জাতিগত বৈষম্যের অভিযোগ থেকে নারী শিক্ষার্থীদের রক্ষা করার জন্য সরকার এই বিলের অনুমোদন দিয়েছে। হিজাব ছাড়াও প্রভাব বিস্তারকারী নির্দিষ্ট কোন ধর্মীয় ও আদর্শিক পোশাক এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে। তবে সরকারি জোটের ডানপন্থী ওই দলটি পরিষ্কার জানিয়েছে, বিলের লক্ষ্য হলো শুধুই ইসলামি হিজাব বা পর্দাপালন। বিরোধী রাজনৈতিক দলের একজন মুখপাত্র মত দিয়েছেন যে, অস্ট্রিয়ায় হিজাব নিষিদ্ধতা ইসলামের বিপক্ষে রাজনৈতিক বিরোধিতার শামিল। হিজাব নিষিদ্ধ করা হলেও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ,মুসলিম স্কলারদের বড় পাগড়ি এবং ইহুদিদের টুপি পরিধানে কোন নিষেধাজ্ঞা নেই।