শিক্ষার আধুনিকায়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেন, বর্তমান সরকার শিক্ষার উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। শিক্ষার উন্নয়ন ও আধুনিকায়নে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করেছে। নতুন প্রজন্ম যাতে উচ্চ শিক্ষা গ্রহণ করে বহির্বিশ্বের সাথে প্রতিযোগিতায় ঠিকে থাকতে পারে সেভাবে কারিকুলাম প্রণয়ন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় দেশের শিক্ষার হার তরান্বিত বৃদ্ধি পাচ্ছে। ভবিষ্যতে কোন শিশু লেখাপড়া থেকে বিরত থাকবে না। শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা থাকলে আমরা তরুণ প্রজন্মকে সুশিক্ষিত করতে পারবো। তিনি রোববার বিকেলে (১১ মার্চ) গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দে আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে ”শিক্ষকতা ও আমাদের করণীয়” শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথি’র বক্তব্যে এ কথাগুলো বলেন। এ ছাড়াও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিজিত কুমার পাল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিক উদ্দিন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ মিছবাহ উদ্দিন, আওয়ামীলীগ নেতা সাহাব উদ্দিন। এ ছাড়াই উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ এমসি একাডেমী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মনসুর আহমদ চৌধুরী, শিক্ষক রেজাউল আমিন, অনুরঞ্জন দাস ও মঈন উদ্দিন খান প্রমূখ।