শিক্ষা অফিসারের কারসাজিতে প্রণোদনা বঞ্চিত ৩৪ শিক্ষক
এসময় ওই ৪৯টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষক-কর্মচারীদের তালিকা মাধ্যমিক শিক্ষা অফিসারকে জমা দেয়া হয়। এতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মনিরুল হাসান নিজ স্বার্থ হাসিলের জন্য উল্লেখিত মাদরাসা হতে ৮টি মাদরাসার শিক্ষকদের তালিকা হতে বাদ দিয়ে অন্য ৮টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষকদের প্রণোদনার অর্থ প্রদানের পায়তারা করছে। এতে চরম দুশ্চিন্তিত রয়েছে প্রণোদনা বঞ্চিত ৩৪ জন শিক্ষক। দামোদরপুর ইউনিয়নের চৌধুরীপাড়া নুরু মুন্সী স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার প্রধান শিক্ষক শহিদুল ইসলাম বলেন, করোনার প্রাণোদনা বঞ্চিত মাদরাসাগুলোর মধ্যে আমার মাদরাসাও রয়েছে। বিষয়টি জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হয়েছে।
এ বিষয়ে সাদুল্লাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মনিরুল হাসানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। সাদুল্লাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নবী নেওয়াজ বলেন, প্রণোদনা বঞ্চিত শিক্ষদের তালিকা জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়েছে। কারণ জানতে চেয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে পত্র দেয়া হয়েছে। পত্রের জবাব এখনো পাওয়া যায়নি।-পূর্বপশ্চিমবিডি