শিগগিরই পশ্চিমবঙ্গ হবে আর একটি বাংলাদেশ’
পশ্চিমবঙ্গের বসিরহাট, বাদুরিয়া এলাকায় সাম্প্রদায়িক সহিংসতার আগুন নিভিয়ে যখন স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছে ঠিক তখনই উস্কানিমূলক বক্তব্য দিলেন তেলেঙ্গানা রাজ্যের এক বিজেপি বিধায়ক। তিনি পশ্চিমবঙ্গকে আরেকটি ‘গুজরাট’ বানানোর জন্য ‘পরামর্শ’ দিয়েছেন। টুইটারে দেয়া একটি ভিডিও ক্লিপে হায়দ্রবাদের বিজেপি বিধায়ক রাজা সিং বলেছেন, ‘বাংলায় (পশ্চিমবঙ্গ) হিন্দুরা আজ একেবারেই নিরাপদ নন। সাম্প্রদায়িক হিংসায় যারা জড়িয়ে রয়েছেন, বাংলার হিন্দুদের উচিত তাদের শিক্ষা দেয়া। ২০০২ সালে গুজরাটে হিন্দুরা যেভাবে শিক্ষা দিয়েছিল। তা নাহলে খুব শিগগিরই পশ্চিমবঙ্গ আর একটি বাংলাদেশ হয়ে যাবে।’ হায়দ্রবাদের বিজেপি বিধায়কের পরামর্শ, ‘ঘুম ভেঙে জেগে উঠুক বেঙ্গল টাইগার্স। বাঁচার লড়াইয়ে নামার জন্য হিন্দুদের সংগঠিত করুক।’ রাজা সিং তৃণমূল কংগ্রেসের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকারের কঠোর সমালোচনা করেছেন। তার অভিযোগ, পশ্চিমবঙ্গ সরকার পরিস্থিতি সামলাতে পারেনি। বরং যারা সাম্প্রদায়িকতার বিষ ছড়াচ্ছে, পশ্চিমবঙ্গ সরকার তাদেরই সাহায্য করছে, করে চলেছে।
রাজা সিং বলেন, ‘রাজ্য সরকার(পশ্চিমবঙ্গ) ওদের (সাম্প্রদায়িকদের) সাহায্য করছে। যারা ধর্মনিরপেক্ষ তাদের কাছে আমার আবেদন, আপনারা যদি বাংলার হিন্দুদের নিরাপদে রাখতে চান, তারা সুরক্ষিত থাকুন, এটা দেখতে চান, তা হলে আপনারা আরও সচেতন হয়ে উঠুন। আপনারা যদি বাংলায় হিন্দুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে না পারেন, তা হলে আজ কাশ্মিরে যা হচ্ছে, হিন্দুদের একই দশা হবে পশ্চিমবঙ্গেও। কাশ্মিরি পণ্ডিতদের মতোই বাংলার হিন্দুরাও এক দিন নিশ্চিহ্ন হয়ে যাবেন।’ উসকানিমূলক মন্তব্যের ব্যাপারে বরাবরই আলোচনায় থাকেন বিজেপি বিধায়ক রাজা সিং। গত এপ্রিলেই তিনি বলেছিলেন, ‘রাম মন্দির নির্মাণে যারা বাধা দেবেন, তাদের মাথা কেটে দেয়া হবে।’