শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলেছে: সিলেটে শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে সবক্ষেত্রে এগিয়ে চলেছে। শিক্ষার উন্নয়নে সরকারের পদক্ষেপ সারা বিশ্বে সমাদৃত। আমরা বছরের প্রথম দিনে প্রতিটি শিশুর হাতে বই তুলে দিতে পেরেছি যা অন্য কেউ করে দেখাতে পারেনি। সরকার সাধারণ শিক্ষার পাশাপাশি মাদ্রাসা শিক্ষার উন্নয়নেও ব্যাপক ভূমিকা রাখছে।’বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্মীপাশা ইউপির আহমদ কমিউনিটি সেন্টারে লক্ষ্মীপাশা ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী উপরোক্ত কথাগুলো বলেন।
সভায় লক্ষ্মীপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম মছলুর সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজান আহমদ টিপুর পরিচালনায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুনুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন, স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় সদস্য আব্দুল ওহাব জোয়ার্দার, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আকবর আলী ফখর প্রমুখ। সভার পূর্বে শিক্ষামন্ত্রী লক্ষ্মীপাশা ইউপির কোনাচর গ্রামের নিহত মাদ্রাসা ছাত্র নুরুল আলমের বাড়িতে যান ও সেখানে নিহত নুরুলের পরিবার পরিজনের সাথে সময় কাটান এবং নুরুল হত্যায় জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনার আশ্বাস দেন।