শেখ হাসিনার মধ্যে কোন বিভেদ নেই, তিনি কোন বাহাদুরি করেন না-পরিকল্পনামন্ত্রী
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে কোন বিভেদ নেই। তিনি কোন বাহাদুরি করেন না। দেখানও না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কাজ করেন। যেমন- হাওর এলাকা, পাহাড়ি এলাকাসহ সকল এলাকার অত্যন্ত সাধারণ মানুষের জন্য কাজ করেন। তিনি বলেন, এ সরকার কোন সাধারণ সরকার নয়। এ সরকার ভিন্ন ধরণের সরকার। এ সরকারের কাছে কোন শ্রেণি বিভেদ নেই।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) পৌনে ৭টায় সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীর হাছন রাজা মিলনায়তনে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংগঠনের সভাপতি লতিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় পরিকল্পনামন্ত্রী আরও বলেন, শেখ মুজিব দিয়েছেন স্বাধীনতা আর সুযোগ্য কন্যা শেখ হাসিনা দিচ্ছেন উন্নয়ন। তিনি আরো বলেন, শেখ হাসিনা অত্যন্ত সাধারণ জীবন-যাপন করেন। ধানমন্ত্রী সব সময় চান পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করতে। তিনি সাধারণ মানুষের দু:খ কষ্ট বুঝতে পারেন। পরিকল্পনামন্ত্রী বলেন, আমিও সাধারণ মানুষের কষ্ট বুঝতে পারি। আমি সাধারণ মানুষের মধ্য থেকে এসেছি। এখন দুধ আর মাখন খেয়েও পান্তা ভাতের কথা ভুলি নাই। আমি সব সময় আমারা পিছিয়ে পড়া হাওরের জনপদ সুনামগঞ্জের কথা সুনামগঞ্জের উন্নয়নের কথা ভাবি। তিনি বলেন, প্রধানমন্ত্রী কোন চাপের কাছে আপোষ করেন না। তিনি অনেক ত্যাগ করেছেন। তিনি সব সময় উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করেন। তাই দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে।সংগঠনের সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরী ও দফতর সম্পাদক আমিনুল হকের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-৫ আসনের এমপি মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-২ আসনের এমপি ড. জয়া সেনগুপ্তা, সুনামগঞ্জ-১ আসেনর এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেমন হোসেন রতন, সুনামগঞ্জ-৪ আসনের এমপি অ্যাডভোকেট পীর ফজলুর রহামন মিসবাহ, সিলেট ও সুনামগঞ্জ সংরক্ষিত আসনের এমপি শামীমা আক্তার খানম, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নূরুল হুদা মুকুট, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, পুলিশ সুপার মো. মিজানুর রহমান বিপিএম, সুনামগঞ্জ পৌর মেয়র নাদের বখত, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুর হুদা চপল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান পীর। অনুষ্ঠানে শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অতিথিবৃন্দ। পরে সদর উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী। এসময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপলসহ অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে ৩টায় সুনামগঞ্জ সার্কিট হাউসে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সুনামগঞ্জ জেলার সাংবাদিকদের দেয়া করোনাকালীন বিশেষ সহায়তার চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখে