…যেতে নাহি দিব। হায়,

তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। ’

কবির এই কথা মেনে নিতে হলো ব্রাজিলের তরুণী জেইসা ওলিভেরিয়া সিলভাকে বিয়ে করা রাজবাড়ীর যুবক সঞ্জয় ঘোষকে। প্রেমের টানে ব্রাজিল থেকে এসে সঞ্জয় ঘোষকে বিয়ে করে সিলভা গত মঙ্গলবার রাত ১টার দিকে আবার নিজ দেশে ফিরে গেছেন। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সঞ্জয়, তাঁর মা-বাবা ও পরিবারের অন্য সদস্যরা সিলভাকে বিদায় জানায়। সঞ্জয় ঘোষ গতকাল বুধবার এ তথ্য জানানোর পাশাপাশি বলেছেন, বিদায় বেলায় সিলভা তাঁর মা-বাবার আশীর্বাদ নিয়েছেন। সে সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়েছিল।

সঞ্জয় আরো জানান, সিলভা চলে যাওয়ার পর তাঁর মনটা কিছুটা খারাপ হলেও যোগাযোগ অব্যাহত আছে। সুযোগমতো আবার বাংলাদেশে আসবেন সিলভা। তবে কবে আবার আসবেন বা এই ফাঁকে সঞ্জয় ব্রাজিল যাবেন কি না সে ব্যাপারে তিনি কিছু জানাতে রাজি হননি। রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর বাজার এলাকার বলাই ঘোষের ছেলে সঞ্জয় ঘোষ ঢাকা-কলকাতা রুটের শ্যামলী পরিবহনের কর্মী। আর সিলভা ব্রাজিলের মিউনিসিপাল অ্যাসিস্ট্যান্ট পদে চাকরি করেন। তাঁদের সম্পর্ক গড়ে ওঠা সম্পর্কে সঞ্জয় জানিয়েছেন, ১৬ মাস আগে সঞ্জয়ের ফেসবুক আইডিতে বন্ধুত্বের অনুরোধ (ফ্রেন্ড রিকোয়েস্ট) পাঠান সিলভা। অনুরোধে সাড়া দেওয়ার পর তাঁদের মধ্যে ফেসবুক ম্যাসেঞ্জারে ভাঙা ভাঙা ইংরেজিতে কথা হতো। বাংলাদেশের অবস্থান, ভাষা, খাবার, আতিথেয়তা, স্বজনদের প্রতি মমত্ববোধ, ধর্মীয় অনুশাসনসহ খুঁটিনাটি সব বিষয় জেনে বাংলাদেশ এবং সঞ্জয়ের প্রতি আগ্রহ বাড়তে থাকে সিলভার। একপর্যায়ে সঞ্জয় ও সিলভার এই সখ্য প্রেমে রূপ নেয়। এই প্রেক্ষাপটে গত রবিবার বাংলাদেশে আসেন সিলভা। সঞ্জয়ের গ্রামের বাড়িতে এক দিন ছিলেন সিলভা। পরে দুজন ঢাকার মিরপুরে সঞ্জয়ের এক ভাইয়ের বাসায় ওঠেন। সেখানে থেকেই ২৯ বছর বয়সী সিলভা আদালতের মাধ্যমে খ্রিস্ট ধর্ম ত্যাগ করে হিন্দু ধর্ম মতে ২৮ বছরের সঞ্চয়কে বিয়ে করেন। রাজবাড়ীতে থাকার সময় সিলভার অভিজ্ঞতা সম্পর্কে বলতে গিয়ে সঞ্জয় বলেন, গণমাধ্যমে বিষয়টি এত বেশি প্রচারিত হওয়ায় এবং লোকজন ভিড় করায় তাঁরা কিছুটা বিব্রতকর অবস্থার মধ্যে পড়েছিলেন। একসময় ভয়ও পেয়েছিলেন সিলভা। তবে তিনি সিলভাকে সাহস জুগিয়ে বলেছিলেন যে বিষয়টি অত গুরুতর নয়। বাংলাদেশের মানুষ সহজ-সরল, তারা বিষয়টিতে আনন্দ পেয়েছে। ফলে এত বেশি মাতামাতি হচ্ছে।

উল্লেখ্য, ফেসবুকে মাত্র ১৬ মাস প্রেমের পর ২৯ বছর বয়সী জেইসা ওলিভেরিয়া সিলভা নামে একজন ব্রাজিলিয়ান তরুণী গত সোমবার চলে আসেন রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর বাজারসংলগ্ন সঞ্জয়ের বাড়িতে। সিলভা ব্রাজিলের মিউনিসিপাল অ্যাসিস্ট্যান্ট পদে চাকরি করেন। দৈনিক কালের কণ্ঠ’র প্রিয় দেশ ও শেষ পাতায় গত বুধ, শুক্র ও গত সোমবার পৃথক শিরোনামে তিনটি প্রতিবেদন প্রকাশ পায়, যা রাজবাড়ীসহ সারা দেশে আলোড়ন সৃষ্টি করে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn