মাফরোজা সিদ্দিকা বুশরা সুনামগঞ্জ :
সুনামগঞ্জ জেলার দিরাই ও শাল্লা উপজেলার মধ্যবর্তী শ্যামারচর ইসলামিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে, বন্যা দুর্গত মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণের জন্য, পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র এর পক্ষ থেকে ফ্রী স্বাস্থ্য ক্যাম্প পরিচালনা করা হয়েছে। দিনব্যাপী চলমান স্বাস্থ্য ক্যাম্প থেকে বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে ৫০০ রোগীকে ব্যবস্থাপত্র প্রদান ও বিনামূল্যে ঔষধ সরবরাহ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের সহকারী পরিচালক ও জোনাল কো-অর্ডিনেটর মোঃ মাহবুবুর রহমান,শ্যামারচর দাখিল মাদ্রাসার সভাপতি মোঃ আব্দুস সামাদ, প্রিন্সিপাল কে এম সুলতান মাহমুদ, পদক্ষেপ এর সিনিয়র ব্যবস্থাপক ও এরিয়া কো-অর্ডিনেটর সুমন দত্ত, মোঃ আসাদুজ্জামান, প্যারামেডিক নিকাশ চন্দ্র, মারুফ ইসলাম, শরিফুল ইসলাম, প্রসেনজিৎ ও সিবিও নেতৃবৃন্দ। পদক্ষেপ সুনামগঞ্জ এরিয়ার সিনিয়র ব্যবস্থাপক ও এরিয়া ম্যানেজার গোলাম এহিয়া বলেন, ১৯৮৬ সালে বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলা থেকে পদক্ষেপ এর কার্যক্রম শুরু করা হয়। বর্তমানে স্বাস্থ্য, শিক্ষা, স্যানিটেশন, কমিউনিটি উন্নয়ন কার্যক্রম, ঋণসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে এই সংস্থাটি। এ ধরনের ৫৩ টি ক্যাম্প ইতিপূর্বে সফলভাবে সম্পন্ন করা হয়েছে। তিনি বলেন,কর্মসূচীটি এলাকায় ব্যাপক চাহিদা সৃষ্টি করেছে। বৈরী আবহাওয়া ও চলমান বন্যার মধ্যেও সাধারন মানুষ ক্যাম্পে এসে স্বশরীরে হাজির হয়ে চিকিৎসা সেবা নিয়েছেন।
সংবাদ টি পড়া হয়েছে :
১৫০ বার