ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাতকে আটক করেছে শ্রীমঙ্গল থানার পুলিশ৷ বুধবার দিবাগত রাতে তাদেরকে শ্রীমঙ্গল উপজেলার দক্ষিন উত্তরসুর এলাকা থেকে আটক করা হয়৷ মৌলভীবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান (শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল) ও শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আব্দুছ ছালেকের নেতৃত্বে বুধবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তিন ডাকাতকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ। গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়,আটকৃতদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। পুলিশ আরো জানায়, ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয় লোকজনের সহায়তায় ডাকাতদের আটক করা হয়। আটকৃতরা হল, মোঃ খোকন গাজী (৪৫), পিতা-সাদেক গাজী, সাং-ইছলি @ বাঘাদি, থানা-ও জেলা-চাঁদপুর, মোঃ ছোবহান মিয়া (৪০), পিতা-মৃত ফিরোজ মিয়া, সাং-লংগুরপাড়, থানা-কমলগঞ্জ, জেলা-মৌলভীবাজার,মোঃ সুজন মিয়া (২৮), পিতা-মোঃ জহুর আলী, সাং-ডেওয়াতলী, থানা-চুনারুঘাট, জেলা-হবিগঞ্জ৷ শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আব্দুস ছালেক সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের কাছ থেকে একটি পাইপ গান, ২ রাউন্ড কার্তুজ এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনের মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি৷

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn