জাতীয় দলে ফিরছেন। শ্রীলঙ্কায় দ্বিতীয় টেস্টে খেলার জন্য যাত্রার সবুজ সঙ্কেত পেয়েছেন শনিবার। সেই সুবাস নিয়ে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) শেষ রাউন্ডে খেলতে নেমেছিলেন ইমরুল কায়েস। আগের রাউন্ডেই সেঞ্চুরি করে সব প্রশ্নের জবাব দিয়েছেনে। সেই ধারাবাহিকতায় রোববার প্রাইম ব্যাংক সাউথ জোনের হয়ে প্রথম দিনে খেলেছেন ৫৭ রানের একটি ইনিংস। এই রিপোর্ট লেখার সময় ফতুল্লায় ওয়ালটন সেন্ট্রাল জোনের বিপক্ষে প্রথম ইনিংসে ইমরুলদের দলের সংগ্রহ ২ উইকেটে ১৬৫ রান।

পুরো ফিট নন বলে শ্রীলঙ্কা সফরের টেস্ট দল থেকে বাদ পড়েছিলেন ইমরুল। বলা হয়েছিল ৪ মার্চের ফিটনেস টেস্টে পাশ করতে পারলে পাঠানো হতে পারে শ্রীলঙ্কায়, ১৫ মার্চ শুরু দ্বিতীয় টেস্টের জন্য। নিজেকে প্রমাণ করতে মরিয়া ইমরুল বেছে নিলেন চার দিনের ফার্স্ট ক্লাস ম্যাচের ঘরোয়া আসর বিসিএলকে। নিজের প্রথম ম্যাচে নর্থ জোনের বিপক্ষে করেছিলেন ৩১ রান। গত ম্যাচে ইস্ট জোনের বিপক্ষে দেখা পেয়েছেন সেঞ্চুরির। প্রথম ইনিংসে ১৩৬ রানের ঝলমলে ইনিংস। দ্বিতীয় ইনিংসে অবশ্য ৭ রানের বেশি করতে পারেননি। সেই ব্যর্থতা ভুলে আবার মাঠে নেমেই সেন্ট্রাল জোনের বিপক্ষে পেলেন হাফসেঞ্চুরি। ইমরুলের ওপর চোখ রেখেছেন নির্বাচকরা। তারা দেখতে চান অন্তত ১০০ ওভার মাঠে কোনো সমস্যা ছাড়া ফিল্ডিং করতে পারেন কি না এই লড়াকু ব্যাটসম্যান। তাহলে পুরো নিশ্চিন্ত হবেন তারা।

আগের ম্যাচে ওপেন করেননি। এনামুল হক পাকিস্তানে। ইমরুল উঠে আসেন তার প্রিয় জায়গায়। ৫৭ রান করে আউট হওয়ার আগে ক্রিজে ছিলেন প্রায় আড়াই ঘণ্টা। ১২৬ বলের ইনিংসে সাতটি চারের সঙ্গে মেরেছেন একটি  ছক্কা। উদ্বোধনী জুটিতে ফজলে রাব্বিকে নিয়ে ৮৮ রান যোগ করেন ইমরুল। ৩৯ রান করে শুভাগত হোমের বলে আউট হন রাব্বি। ইমরুল আউট হয়েছেন দলীয় ১১২ রানে। তার উইকেটটি নিয়েছেন মোশাররফ হোসেন।

এরপর মোহাম্মাদ মিথুন এবং এবারের লিগে রানের বন্যা বইয়ে দেয়া তুষার ইমরান অবিচ্ছিন্ন ৫৫ রানের জুটি গড়ে উইকেটে আছেন। মিথুনও তুলে নিয়েছেন হাফসেঞ্চুরি। তিনি ব্যাট করছেন ৫১ রানে এবং তুষার ১৯ রানে। সেন্ট্রাল জোনের হয়ে শুভাগত ৪০ রানে একটি এবং মোশাররফ ৩৮ রানে একটি উইকেট নিয়েছেন।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn