‘ষড়যন্ত্রের বিরুদ্ধে ছাত্রলীগকে সজাগ থাকতে হবে’
ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেছেন, শেখ হাসিনাকে নিয়ে নানা ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্রকারীরা থেমে নেই। এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগের প্রত্যেক নেতা-কর্মীকে সজাগ থাকতে হবে। ষড়যন্ত্র মোকাবিলায় সব সময় প্রস্তুত থাকতে হবে। পাশাপাশি ছাত্রলীগকে পড়াশোনা করতে হবে। সোমবার রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম সম্মেলন উপলক্ষে আয়োজিত সভায় ছাত্রলীগ সভাপতি এসব কথা বলেন। তিনি আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্বে ছাত্রলীগ এগিয়ে চলছে। ছাত্রলীগের সামনে এখন বড় চ্যালেঞ্জ। আগামী জাতীয় নির্বাচনে শেখ হাসিনাকে তৃতীয়বারের মতো নির্বাচিত করবো-এমন শপথ সামনে রেখে ছাত্রলীগের নেতা-কর্মীকে কাজ করতে হবে। শেখ হাসিনার উন্নয়নের কথা মানুষের দ্বারে দ্বারে পোঁছে দিতে হবে। সোহাগ বলেন, বঙ্গবন্ধুর বাবা তাকে বলেছিলেন, শুধু আন্দোলন-সংগ্রাম করলেই চলবে না, লেখাপড়াও করতে হবে। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা বলেছেন, ভালো কর্মী হলেই চলবে না, ভালো ছাত্র হতে হবে। ছাত্রলীগকে এর প্রমাণ দিতে হবে। সংগঠনকে শক্তিশালী করার পাশাপাশি পড়াশোনা করে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে।