সংবিধান অনুযায়ী নির্বাচন হবে: ছাতকে স্বাস্থ্যমন্ত্রী নাসিম
ছাতক :: সুনামগঞ্জের ছাতকে ১৪ দলের সমন্বয়ক, বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও নির্বাচিত সরকারের অধীনে সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। এসময় মন্ত্রী বিএনপিকে চ্যালেঞ্জ করে বলেন আপনাদের জনসমর্থন থাকলে মাঠে আসুন খেলা হবে, যে দল জিতবে সে দল থাকবে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ইঙ্গিত করে করে তিনি বলেন \\\’উনি এখন বলেন দেশে ন্যায়বিচার নেই, উনার স্বামী ইনডেমনিটি অধ্যাদেশ জারি করে কোন ন্যায় বিচার প্রতিষ্টা করেছিলেন? বর্তমান সরকার স্বাস্থ্য সেবায় যুগান্তকারী উন্নয়ন করেছে উল্লেখ করে স্বাস্থ্য মন্ত্রী বলেন, দেশের প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবার কথা চিন্তা করে আওয়ামীলীগ সরকার প্রতিটি ওয়ার্ডে কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছে। রবিবার (৪ ফেব্রুয়ারি) উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের চেচান ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে আয়োজিত সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ছাতক উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির সদস্য আফজাল হুসেন, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এম. রশীদ আহমদ ও সুনামগঞ্জের ইউআরসি সুনামগঞ্জের ডাইরেক্ট আলী আহসানের যৌথ সঞ্চালনায় ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫০ শয্যা ভবন উদ্বোধন, দোলারবাজার ইউনিয়ন স্বাস্থ্য কল্যাণ কেন্দ্র উদ্বোধন ও ভারত সরকারের অর্থায়নে চেচান কমিউনিটি ক্লিনিকের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে আয়োজিত সুধী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভারতীয় হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রীংলা, সুনামগঞ্জ-৫ আসনের সাংসদ মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-২ আসনের সাংসদ ড. জয়াসেন গুপ্তা, সুনামগঞ্জ-৪ আসনের সাংসদ পীর ফজলুর রহমান মিসবাহ, সিলেট বিভাগের স্বাস্থ্য প্রকৌশলী ডঃ মোঃ ইসমাইল ফারুক, দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীক, সিলেট মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি রাজ উদ্দিন, ছাতক উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলুর রহমান, ছাতক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন। সভায় স্বাগত বক্তব্য রাখেন ডাঃ অভিজিৎ শর্মা।