সংস্কারপন্থী নেতারা বিএনপিতে আবারও সক্রিয়
সংস্কারপন্থী হিসেবে পরিচিত নেতারা বিএনপিতে আবারও সক্রিয় হচ্ছেন। এমন দু’জন নেতার সঙ্গে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। তারা জানিয়েছেন, এ ধরণের ভুল আর না করে তাদেরেকে আগামী নির্বাচনের প্রস্তুতি নিতে বলেছেন বিএনপি চেয়ারপার্সন। এরকম দু’জন সর্দার সাখাওয়াত হোসেন বকুল ও জহির উদ্দিন স্বপন। সম্প্রতি বিএনপি চেয়ারপার্সন তাদের ডেকে কথা বলেছেন। দু’জনই বললেন, বেগম জিয়া যেমন তাদেরকে কাছে টেনে নিয়েছেন, তারাও তাদের ভুল বুঝতে পেরেছেন। ওয়ান ইলেভেনের পর দেশের রাজনীতিতে ঘটেছে অনেক নাটকীয় ঘটনা। রাজনীতি থেকে দুই নেত্রীকে বাদ দিতে এসেছিলো তথাকথিত মাইনাস টু ফর্মুলা। এর পক্ষে অবস্থান নেয়া আওয়ামী লীগের অনেক নেতাই মূলধারায় ফিরতে পারলেও বিএনপির অনেকে আর দলে সক্রিয় হতে পারেননি। আগামী নির্বাচনের ব্যাপারে বেগম খালেদা জিয়ার নির্দেশনাতেই এগিয়ে যাবেন বলে জানিয়েছেন সর্দার সাখাওয়াত হোসেন বকুল ও জহির উদ্দিন স্বপন। সাবেক দু’ সংস্কারপন্থী নেতাই জানিয়েছেন, সেই সময়ের ভুল বোঝাবুঝির কারণে দূরে থাকা সব নেতার সঙ্গেই পর্যায়ক্রমে বৈঠক করবেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।