বার্তা ডেক্সঃঃপরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, যারা বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি নিয়ে সন্দেহ করে, এসব সন্দেহবাদীরা ভেসে যাবে। তাদের দিন শেষ। বাংলায় এখন কেউ না খেয়ে থাকে না। মানুষের গড় আয়ু বেড়েছে, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে। আজ শুক্রবার সন্ধ্যায় সিলেট নগরীর একটি হোটেলে আন্তর্জাতিক ইলিশ, পর্যটন ও উন্নয়ন উৎসবের সিলেট পর্বে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। পদক্ষেপ বাংলাদেশ নামের একটি সংগঠন এই অনুষ্ঠানের আয়োজন করে। পরিকল্পনামন্ত্রী বলেন, দেশে প্রাইভেট সেক্টর এখন অর্থনীতির প্রধান ভূমিকায়। সরকার প্রাইভেট সেক্টরকে গুরুত্ব দিচ্ছে। ব্যাংক, বিদ্যুৎ, শিল্প, কৃষি, পর্যটন সব ক্ষেত্রে প্রাইভেট সেক্টর অগ্রণী ভূমিকায়। যার ফলে আয় বাড়ছে, কর্মসংস্থান হচ্ছে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সাবেক সাংসদ জেবুন্নেছা হক, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাশ পুরকায়স্থ, জ্যেষ্ঠ সাংবাদিক আল আজাদ, আটাব সিলেট জোনের সভাপতি আব্দুল জব্বার জলিল প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আন্তর্জাতিক পর্যটন দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন এম এ মান্নান।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn