ভারতের সঙ্গে সম্প্রীতি নষ্ট ও জাতীয় নির্বাচনকে বানচাল করতেই রংপুরের ঠাকুরপাড়ায় সংখ্যালঘুদের ওপর নির্যাতন ও ঘর-বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট করার জন্য যারা এসব ঘটনা ঘটাচ্ছে তারা বোকার স্বর্গে বাস করছে। গতকাল দুপুরে রংপুরের ঠাকুরপাড়া হিন্দুদের বাড়িঘরে হামলা ভাঙচুরের ঘটনায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, রামু, নাসিরনগরসহ দেশের বিভিন্ন সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর রংপুরের ঠাকুরপাড়ায় হিন্দু বাড়িতে আগুন দেয়ার ঘটনা একই সূত্রে গাথা। একটি রাজনৈতিক মহল আগামী জাতীয় নির্বাচনকে বানচাল করতে এবং দেশে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা আগুন দিচ্ছে। তাদের সে আশা আর পূরণ হবে না।
তিনি আরো বলেন, গত রাতে জেনেছি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও আমি যে বিমানে ঢাকা থেকে সৈয়দপুর হয়ে ঠাকুরপাড়ায় যাব তিনিও যবেন। এ কথা শুনে আমার ভালোই লাগল। কারণ একই বিমানে দু’জন কথা বলতে বলতেই যেতে পারব। একসঙ্গে আসলে দু’জনের মধ্যে অনেক কথা হতো। কিন্তু তিনি কেন আমার সঙ্গে আসলেন না তা আমার বোধগম্য নয়। তিনি নিরাপত্তার অজুহাতে আসলেন না। পরের বিমানে তিনি সৈয়দপুরে এসেছেন বলে শুনেছি। পরে ওবায়দুল কাদের ব্রাহ্মণপাড়া সরকারি বিদ্যালয় মাঠে সম্প্রীতি সমাবেশে বক্তব্য রাখেন। সেখানে তিনি ঠাকুরপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ১১ পরিবারের প্রত্যেককে ২৫ হাজার টাকা, ভাঙচুরে ক্ষতিগ্রস্তদের ১০ হাজার টাকা এবং মন্দির সংস্কারে ১০ হাজার টাকা প্রদান করেন। তিনি বলেন, ক্ষতিগ্রস্তদের পাশে সরকার ও আওয়ামী লীগ রয়েছে। তাদের সব ধরনের সহযোগিতা এবং নিরাপত্তা দেয়া হবে। এ সময় তার সঙ্গে ছিলেন, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, বিএম মোজাম্মেল হক, সদর উপজেলা চেয়ারম্যান নাসিমা জামান ববি, হিন্দু বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানাদাস গুপ্তসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা। এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের টিটু রায়ের মা ভাইসহ ক্ষতিগ্রস্ত লোকজনের সঙ্গে কথা বলেন। এদিকে সংখ্যালঘুদের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় কোতোয়ালি থানার করা মামলায় গ্রেপ্তার হওয়া সিরাজুল ইসলামসহ ৪ জনকে ৪ দিন ও ২ জনের ১ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn