ওয়াহিদুর রহমান ওয়াহিদ-
সরকারের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান বলেছেন, সরকার দুর্গত ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আছে এবং থাকবে। ভয়ের কোন কারণ নেই। দেশের কোন মানুষ না খেয়ে মরবে না। সিলেটের বিভিন্ন জেলায় এবার বোরো ধান তলিয়ে গেলেও দেশের অন্যসব জায়গায় বাম্পার ফলন হয়েছে। সরকারের কাছে টাকা ও খাদ্যের কোন অভাব নেই। সুতরাং ক্ষতিগ্রস্ত কৃষকদের বিনামূল্যে সার-বীজসহ সব ধরণের সহায়তা করা হবে। তবে এবার বেড়িবাঁধ নির্মাণে যারা দুর্নীতি করেছে, তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে। তিনি আরো বলেন, যদি কোন মানুষ না খেয়ে থাকে, তাহলে সরকারি কর্মকর্তাদের ছাড় দেয়া হবে না। সব মিলিয়ে দুর্যোগ মোকাবেলায় সরকার প্রস্তুত রয়েছে। এ জন্য সকলের সহযোগিতা প্রয়োজন।

সোমবার বিকেলে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আকস্মিক বন্যা পরিস্থিতিতে জনদুর্ভোগ লাঘবে গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্থানীয় আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ’র সভাপতিত্বে ও উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা (পিআইও) শহিদুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আ.লীগের সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারি পুলিশ সুপার (সার্কেল) মাহবুব আলম, জগন্নাথপুর উপজেলা আ.লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর পৌরসভার মেয়র আলহাজ্ব আব্দুল মনাফ, প্যানেল মেয়র শফিকুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. শামসুদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, পাটলি ইউপি চেয়ারম্যান সিরাজুল হক, শিক্ষক ছব্বির আহমদ চৌধুরী, ইউপি সদস্য জুয়েল মিয়া প্রমূখ।

অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা বদরুল ইসলাম ও গীতাপাঠ করেন শিক্ষক গণেশ চক্রবর্তী। এ সময় সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য মাহতাবুল হাসান সমুজ, জগন্নাথপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শামীম আল ইমরান, জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশীদ চৌধুরী, চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান আরশ মিয়া, কলকলিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল হাসিম, মিরপুর ইউপি চেয়ারম্যান ভারপ্রাপ্ত জমির উদ্দিন, রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা, পাইলগাঁও ইউপি চেয়ারম্যান মখলুছ মিয়া, উপজেলা আ.লীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ূম মশাহিদ, যুগ্ম-সম্পাদক লুৎফুর রহমান, সুজিত কুমার রায়, প্রচার সম্পাদক হাজী আব্দুল জব্বার, সহ-দপ্তর সম্পাদক মাসুম আহমদ, পৌর আ.লীগের সভাপতি ডা. আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূইয়া, কলকলিয়া ইউনিয়ন আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফখরুল হোসেন, সাধারণ সম্পাদক দিপক কান্তি দে দিপাল, পাটলি ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মনু মোহাম্মদ মতছির, মিরপুর ইউনিয়ন আ.লীগের যুগ্ম-সম্পাদক বাবুল মিয়া, চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আলা উদ্দিন, রাণীগঞ্জ ইউনিয়ন আ.লীগের সভাপতি হাজী সুন্দর আলী, সাধারণ সম্পাদক ডা. ছদরুল ইসলাম, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হাসান, আশারকান্দি ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আবুল কয়েছ ইসরাইল, পাইলগাঁও ইউনিয়ন আ.লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান আপ্তাব উদ্দিন, উপজেলা কৃষকলীগের সভাপতি আফছর উদ্দিন ভূইয়া, উপজেলা শ্রমিকলীগের সভাপতি নুরুল হক, উপজেলা মৎস্যজীবিলীগের সাধারণ সম্পাদক ক্ষিতিশ দাস, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, যুবলীগ নেতা ডা.শশী কান্ত গোপ, সিদ্দিকুর রহমান, রমজান আলী ছানা, পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভূইয়া, ছাত্রলীগ নেতা সাফরোজ ইসলাম মুন্না, রুমেন আহমদ, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, যুগ্ম-সম্পাদক হিফজুর রহমান তালুকদার জিয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এর আগে স্থানীয় আ.লীগ কার্যালয়ে দলীয় মতবিনিময়সভাসহ বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী এমএ মান্নান।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn