সাকিব-মুস্তাফিজকে ছাড়াই ইংল্যান্ডে বাংলাদেশের ক্যাম্প
চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতির অংশ হিসেবে আগামী মাসে আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। এ প্রতিযোগিতা সামনে রেখে ইংল্যান্ডের সাসেক্সে ১০ দিনের কন্ডিশনিং ক্যাম্পে অংশ নেবে টাইগাররা। ত্রিদেশীয় সিরিজ শেষে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে ইংল্যান্ড পাড়ি দিবে মাশরাফির বাংলাদেশ দল। কিন্তু এই ক্যাম্পে থাকতে পারবেন না সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান।
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) নিজ নিজ ফ্রেঞ্চাইজির হয়ে খেলায় ব্যস্ত থাকবেন এই দুই টাইগার ক্রিকেটার। প্রথমে আইপিএলের মাঝ পথে দলের সাথে ইংল্যান্ড যোগ দেয়ার কথা থাকলেও বোর্ড কর্মকর্তারা মত বদলেছে। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান জানান, ‘সাকিব ৩ তারিখ পর্যন্ত খেলবে আইপিএল। মুস্তাফিজও যদি চায়, সেই সময় পর্যন্ত অনুমতি না পাওয়ার কারণ নেই।’ আকরাম খান অবশ্য মনে করেন, এই দুই ক্রিকেটার ক্যাম্পে থাকলে ভালোই হত। তবে ম্যাচ প্র্যাকটিসের মধ্যে থাকবে বিধায় বিসিবি কোন সমস্যা দেখছে না। তিনি বলেন, ‘ক্যাম্পে থাকলে ভালো হতো অবশ্যই। তবে যেহেতু ওরা দুজন খেলার মধ্যেই থাকবে, ক্যাম্পে থাকা খুব জরুরিও নয়। ম্যাচ প্র্যাকটিস অনেক সময় আরও ভালো।’