সাচনাবাজারে অগ্নিকান্ডে অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি
জামালগঞ্জ উপজেলার সাচনাবাজারে ভয়াবহ এক অগ্নিকান্ডে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। রবিবার রাত ৩ টার দিকে জামালগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সাচনা বাজারের বাঁধ বাজার পয়েন্টে এই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। এতে ৭ টি দোকান প্রায় সম্পূর্ন পুড়ে যায়। এর মধ্যে ১ টি লাইব্রেরি,২টি মুদি দোকান ও ৪ টি কাঁচামালের বড় আড়ত। ক্ষতির পরিমাণ প্রায় অর্ধ কোটি টাকা বলে জানান ক্ষতিগ্রস্তরা। প্রথমে স্থানীয় জনগন আগুন নেভাতে আসলে তা সম্ভব হয়নি দ্রুত আগুন আশেপাশের দোকানে ছড়িয়ে পড়ে।ভোর ৪টার দিকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে। প্রত্যক্ষদর্শী ব্যাক্তিরা জানান ফায়ার সার্ভিসের সাথে বৃষ্টি আসার কারনে আগুন নিভাতে সহজ হয়। নইলে ক্ষতির পরিমাণ আরো বাড়তো। আগুন লাগার কোনো কারন এখনো নিশ্চিতভাবে জানা যায় নি। তবে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে। অগ্নিকান্ডের পর থেকে উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। নবনিযুক্ত জেলা প্রশাসক সাবিরুল হক, বনিক সমিতির সভাপতি ইউসুফ আল আজাদ, সাচনাবাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম শামীম, জামালগঞ্জ উত্তর ইউনিয়ন চেয়ারম্যান রজব আলীসহ অনেক জনপ্রতিনিধি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পূর্নবাসনে দেওয়ার কথা বলেন।