সাবধান! ফেসবুক পোস্টে লাইক করায় মানহানির মামলা
ফেসবুক পোস্টে লাইক করার ‘অপরাধে’ মানহানির মামলা করা হল এক সুইস ব্যক্তির বিরুদ্ধে। এক পশু অধিকার কর্মীর প্রতি ‘বিদ্বেষমূলক’ আটটি পোস্টে লাইক করেছিলেন পঁয়তাল্লিশ বছরের ওই সুইস ব্যক্তি। আর তার জন্যই মাহানির মামলা। কিন্তু ওই ব্যক্তি তো কেবল পোস্টগুলি লাইক করেছিল, পোস্টগুলি তো তাঁর অ্যাকাউন্ট থেকে ‘পাবলিশ’ করা নয়। আদালতে মামলাকারীর আইনজীবী বলেন, ওই আটটি ‘বিদ্বেষমূলক’ পোস্টে লাইক করে অন্যদের দেখার সুযোগ করে দিয়েছেন অভিযুক্ত। আর তাই তাঁর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের হয়েছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। বিশেষত নেটিজেনরা অনেকেই এই ঘটনায় আশঙ্কা বোধ করছেন। অনেকেই এই ঘটনার সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন ছয় বছর আগের একটি ঘটনার। শেরিফের বিরোধীপক্ষের একটি ফেসবুক পেজ লাইক করায় আমেরিকার এক কারারক্ষীর চাকরি গিয়েছিল।