হেফাজত ইসলামের কেন্দ্রীয় নেতা ও সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ মাওলানা শাহীনুর পাশা চৌধুরীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ মে) রাত পৌনে ১টার দিকে সিলেট নগরের বনকলাপাড়াস্থ আব্বাসী জামে মসজিদ থেকে আটক করেছে ঢাকা থেকে আসা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল। শাহীনুর পাশা চৌধুরী হেফাজতে ইসলাম বাংলাদেশের সদ্য বিলুপ্ত কমিটির কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ও জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় সহসভাপতি।

সহিংসতা ও তান্ডবের দায়ে সারাদেশে হেফাজত নেতাদের গ্রেপ্তার অভিযান চললেও সিলেটে এই প্রথম পদবীধারী হেফাজতের কোনো নেতাকে গ্রেপ্তার করা হলো। শাহীনুর পাশাকে আটকের ব্যাপারে সিলেট মহানগর পুলিশের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন।  নাম প্রকাশে অনিহা প্রকাশ করে তিনি বলেন, ঢাকা থাকা আসা সিআইডির একটি দল তাকে আটক করেছে। রাতেই তাকে ঢাকায় নিয়ে যাওয়া হবে। বনকলাপাড়া আব্বাসী জামে মসজিদ কমিটির সেক্রেটারি আব্দুল মুকিত অপিও শাহীনুর পাশাকে আটকের তথ্য নিশ্চিত করেছেন।

অপি বলেন, ঢাকা থেকে আসা সিআইডির একটি দল বিমানবন্দর থানা পুলিশের সহযোগিতায় শাহীনুর পাশাকে ধরে নিয়ে যায়। বনকলাপাড়া মসজিদের পাশেই পাশার বাসা বলে জানান অপি। গত চারদলীয় জোট সরকারের আমলে এই জোটের প্রার্থী হিসেবে এমপি হন শাহীনুর পাশা। সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদের মৃত্যুর পর তার আসনে উপ নির্বাচনে এমপি নির্বাচিত হন তিনি।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn