সিকৃবিতে তিন দিনব্যাপী চলচ্চিত্র উৎসবের উদ্বোধন
স্বাধীন ধারার চলচ্চিত্র নির্মাণে উৎসাহ জাগানোর লক্ষ্যে ১৪ মার্চ শুরু হয়েছে ‘সিলেট চলচ্চিত্র উৎসব ২০১৭’। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের আয়োজনে ৩ দিনব্যাপী চলবে এই উৎসব। মঙ্গলবার (১৪ মার্চ) বিকেল ৩টায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় অডিটোরিয়াম প্রাঙ্গণে উৎসবের উদ্বোধন করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. গোলাম শাহী আলম। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেটের চলচ্চিত্র তথা সংস্কৃতি অঙ্গনের ব্যক্তিবর্গ। বিকেল ৫ টায় প্রদর্শিত হয় উদ্বোধনী চলচ্চিত্র মোরশেদুল ইসলামের ‘অনিল বাগচীর একদিন’।
উল্লেখ্য, একমাসে ৬৬টি দেশের ২০৫৫টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র জমা পড়েছে আয়োজকদের কাছে। এর মধ্যে বাছাইকৃত ৭০টি স্বল্পদৈর্ঘ্য ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে। উৎসবের বিচারকার্য করছেন চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী, মুক্তাদির ইবনে সালাম ও ইশতিয়াক জিকো। উৎসবে উপদেষ্টা হিসেবে আছেন ভারতের চলচ্চিত্রবোদ্ধা প্রেমেন্দ্র মজুমদার। সিলেট চলচ্চিত্র উৎসবকে সাধুবাদ জানিয়েছেন লেখক ও শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল, লেখক আনিসুল হক, চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম, মোস্তফা সরোয়ার ফারুকী, আবু শাহেদ ইমন, আশরাফ শিশির, শামীম আখতার, শুভাশীষ রায়।। তিন দিনব্যাপী উৎসবে সিলেটসহ দেশের চলচ্চিত্রপ্রেমিদের অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছেন আয়োজক