সিকৃবির নতুন প্রক্টর ড. নাজিম
সিলেট কৃষিবিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন প্রাণিসম্পদ উৎপাদন ও ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. নাজিম উদ্দিন। সিলেট কৃষিবিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটদের মধ্যে তিনি সর্বপ্রথম এ পদে দায়িত্ব প্রাপ্ত হলেন। তিনি শম্ভুগঞ্জ ইউ সি উচ্চ বিদ্যালয় হতে এস এস সি, ময়মনসিংহ মহাবিদ্যালয় হতে এইচ এস সি, সিকৃবি হতে ডিভিএম ও এমএস এবং দক্ষিণ কোরিয়ার চুনবুক ন্যাশনাল ইউনিভার্সিটি হতে পিএইচডি ডিগ্রী অর্জন করেন। ড. নাজিম শিক্ষা ও গবেষণার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন। তিনি শিক্ষা ও গবেষণার কাজে বিভিন্নসময়ে দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুর ভ্রমণ করেছেন। ড. নাজিম ময়মনসিংহ সদর উপজেলার চরগোবদিয়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। ব্যক্তি জীবনে তিনি এক কন্যা সন্তানের জনক।