সিম কার্ড ও স্মার্টকার্ডের কাঁচামালের ওপর শুল্ক কমেছে ২৪ শতাংশ
বিদেশ থেকে বাংলাদেশে সিম কার্ড এবং স্মার্টকার্ডের মৌলিক কাঁচামাল আমাদানির ওপর বিশেষ ব্যবস্থায় ২৪ শতাংশ শুল্ক মওকুফ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রাজস্ব বোর্ড গত ২ মার্চ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। এতে বলা হয়, শুধুমাত্র ভ্যাট-রেজিস্ট্রাড কোম্পানি এই সুবিধা ভোগ করতে পারেব। সিম কার্ড এবং স্মার্টকার্ডের মৌলিক কাঁচামাল আমাদানির ওপর ২৫ শতাংশ থেকে ১৫ শতাংশ কাস্টমস শুল্ক কমানো হয়েছে, ১০ শতাংশ সম্পূরক শুল্ক এবং ৪ শতাংশ রেগুলেটরি শুল্ক প্রত্যাহার করেছে এনবিআর। তবে এসব ম্যাটারিয়ালস ২০ সেন্টিমিটার অনধিক প্রস্থ হতে হবে।