সিলেটে এসে যখন যা করবেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মঙ্গলবার সিলেট সফরে আসছেন। সকাল ১০টা ৪০ মিনিটে তিনি বিমানযোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক এসে পৌঁছাবেন। ওসমানী বিমানবন্দর থেকে গাড়িযোগে সকাল সোয়া ১১টার দিকে হযরত শাহজালাল (রহ.) এর মাজারে এসে পৌঁছাবেন তিনি। এখানে তিনি জিয়ারত শেষে যাবেন হযরত শাহপরান (রহ.) এর মাজারে। সেখানে মাজার জিয়ারত শেষে হযরত গাজী বোরহান উদ্দিন (রহ.) এর মাজার জিয়ারত করতে যাবেন তিনি। পরে সাড়ে ১২টার দিকে সিলেট সার্কিট হাউজের উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি। সার্কিট হাউজে পৌঁছে জোহরের নামাজ, দুপুরের খাবার ও বিশ্রাম শেষে বেলা আড়াইটার দিকে আলিয়া মাদরাসা মাঠে যাবেন তিনি। সেখানে ২০টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্থর স্থাপন এবং ১৮টি উন্নয়ন কাজের উদ্বোধন করবেন তিনি। একইস্থানে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন বঙ্গবন্ধুকন্যা। পরে বিকালে বিমানযোগে ঢাকায় ফিরে যাবেন তিনি।