সিলেট : বিশ্বের ১৯টি দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের নিয়ে সিলেটে সপ্তাহব্যাপী ‘এনআরবি গ্লোবাল বিজনেস কনভেনশন’ শুরু হয়েছে। কনভেনশনে প্রবাসী বাংলাদেশিরা বলেছেন, বিনিয়োগের উপযুক্ত পরিবেশ পেলে তাঁরা দেশে বিনিয়োগ করতে এগিয়ে আসবেন। অন্যদিকে একই অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেছেন, যেকোনো বিনিয়োগে প্রবাসীরা (এনআরবি) অগ্রাধিকার পাবেন। গত শনিবার রাতে নগরের মাছিমপুরের আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে কনভেনশনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে এবং সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহযোগিতায় এ কনভেনশন অনুষ্ঠিত হচ্ছে। সিলেট চেম্বারের সভাপতি খন্দকার সিপার আহমদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সংসদ সদস্য মাহমুদ উস্ সামাদ চৌধুরী কয়েস, জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ কে আব্দুল মোমেন, পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক, বিভাগীয় কমিশনার ড. মোছাম্মৎ নাজমানারা খানুম, সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান ও মহানগর পুলিশের কমিশনার মো. গোলাম কিবরিয়া। বক্তব্য দেন ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার সভাপতি এনাম আলী এমবিই, কনভেনশনের আহ্বায়ক ও চেম্বার পরিচালক নুরুল ইসলাম, সিলেট চেম্বারের সাবেক সভাপতি সালাহ উদ্দিন আলী আহমদ প্রমুখ।

অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আরো বলেন, বর্তমান সরকার প্রবাসীদের জন্য বিনিয়োগের দ্বার উন্মুক্ত করেছে। যেকোনো বিনিয়োগে অনাবাসী বাংলাদেশিরা (এনআরবি) অগ্রাধিকার পাবে। বছরের একটি দিনকে ‘এনআরবি ডে’ ঘোষণার বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আনবেন বলে জানান তিনি। প্রতিমন্ত্রী আরো বলেন, ‘সরকার এনআরবিদের স্বার্থ ক্ষুণ্ন হয় এমন কোনো আইন করবে না। দেশে এখন সুসময় চলছে উল্লেখ করে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে তিনি প্রবাসীদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রবাসী বিনিয়োগকারী ও উদ্যোক্তারা তাদের সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। সরকারের অব্যবস্থাপনার কারণে দেশের বিভিন্ন খাতে বিনিয়োগ করতে পারছেন না মন্তব্য করে বলেন, বিনিয়োগের পরিবেশ তৈরি করলে প্রবাসীরা দেশে বিনিয়োগে এগিয়ে আসবেন। কনভেনশনে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, রাশিয়া, নেদারল্যান্ডস, পর্তুগাল, সুইডেন, কানাডা, ফ্রান্স, স্পেন, ইতালি, আয়ারল্যান্ড, সিঙ্গাপুর, সৌদি আরব, দক্ষিণ কোরিয়া, ফিলিপাইন, ডেনমার্ক, তুরস্ক, মালয়েশিয়া এবং থাইল্যান্ডে বসবাসরত বাংলাদেশিরা অংশ নিচ্ছেন। সপ্তাহব্যাপী কনভেনশন ২৭ অক্টোবর পর্যন্ত চলবে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn