সিলেটে দুর্গত এলাকায় হাহাকার পাশে নেই জনপ্রতিনিধিরা
ওয়েছ খছরু-
বন্যায় ভাসছে সিলেট। কুশিয়ারা অববাহিকার অবস্থা করুণ। যে ৬ উপজেলা দিয়ে এই নদী প্রবাহিত হয়েছে ওই উপজেলাগুলোর অবস্থা দিন দিন অবনতি হচ্ছে। কয়েক লাখ মানুষ ইতিমধ্যে বন্যায় আক্রান্ত হয়েছে। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় বহু এলাকার সঙ্গে উপজেলা সদরের রাস্তাঘাট বন্ধ। পানিবন্দি হয়ে পড়েছে লাখ-লাখ মানুষ। বন্যাদুর্গত এলাকায় অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছে মানুষ। কিন্তু এই দুর্যোগময় দিনে জনগণের পাশে নেই সিলেটের মন্ত্রী ও এমপিরা। দুর্গতরা তাদের পথ চেয়ে বসে থাকলেও দেখা মিলছে না। ভরসাস্থল কেবলমাত্র প্রশাসনই। সিলেটের জেলা
প্রশাসক মো. রাহাত আনোয়ার ৬ উপজেলার ইউএনওদের নিয়ে সরকারি তরফে ত্রাণ বিতরণ করে যাচ্ছেন। জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, একদফা ত্রাণ বিতরণ করা হয়েছে। আরো ত্রাণ চাওয়া হয়েছে। কুশিয়ারা অববাহিকার বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় প্রথমেই বন্যা আঘাত হানে জকিগঞ্জ উপজেলায়। এ উপজেলার নিচু এলাকা প্রায় তলিয়ে গেছে। বহু গ্রামে ঢুকে গেছে বানের পানি। কিন্তু দেখা নেই স্থানীয় সংসদ সদস্য ও হুইপ সেলিম উদ্দিনের। জাতীয় পার্টির এ সংসদ সদস্য ঈদের আগেই পবিত্র উমরা পালনের জন্য সৌদি আরবে গেছেন। তিনি এখনো এলাকায় ফিরেননি। বিয়ানীবাজার-গোলাপগঞ্জ হচ্ছে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের নিজের এলাকা। ঈদের আগে থেকে এ দুটি উপজেলা বন্যার পানিতে তলিয়ে গেছে। আর ঈদের পর থেকে পানি বাড়ায় লাখো মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। বিয়ানীবাজারের ৮টি উপজেলার অর্ধশতাধিক গ্রাম পানির নিচে। ইতিমধ্যে সরকারিভাবে এ উপজেলায় যে ত্রাণ বিতরণ করা হয়েছে সেটি প্রয়োজনের তুলনায় অপ্রতুল। বিয়ানীবাজার-সিলেট সড়কের ওপর দিয়ে এখনো বানের পানি প্রবাহিত হচ্ছে। তবে গতকাল বিয়ানীবাজারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুস হাসিব মনিয়া ত্রাণ বিতরণ করেছেন। স্থানীয় আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন, আজ-কালের মধ্যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের এলাকায় আসার কথা রয়েছে। তিনি এসে বন্যার্ত এলাকা পরিদর্শনে যাবেন। বিয়ানীবাজারের চেয়ে গোলাপগঞ্জের অবস্থা আরো করুণ। সিলেট-চন্দরপুর সড়কের ওপর দিয়ে ৫ দিন ধরে পানি প্রবাহিত হচ্ছে। কুশিয়ারা তীরবর্তী তিনটি ইউনিয়নের ৭০টি গ্রাম প্লাবিত হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যে ত্রাণ বিতরণ করা হচ্ছে সেটি খুব কম। এ কারণে শিক্ষামন্ত্রীর পথ চেয়ে বসে আছে এলাকার মানুষ। এদিকে কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সরোয়ার হোসেন দুদিন ধরে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করছেন। বন্যার্তদের পাশে দাঁড়াতে সরকারের পাশাপাশি স্থানীয় নেতাদের কাছে থাকার আহ্বান জানিয়েছেন তিনি। গতকাল সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বন্যাদুর্গত এলাকা তিনি পরিদর্শন করেন। সিলেটের ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের বন্যা পরিস্থিতি আরো অবনতির দিকে। বালাগঞ্জের একাংশ হচ্ছে সিলেট-৩ আসনের আওতাভুক্ত। এ আসনের সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী এবার ঈদে নিজ বাড়িতে ছিলেন। ঈদের সময় তিনি বন্যার্ত মানুষের পাশে ছিলেন। এরপর ঢাকায় চলে গেলেও গতকাল তিনি এলাকায় চলে এসেছেন। দুপুরে তিনি বালাগঞ্জ উপজেলা সদর পরিদর্শন করেছেন। এ সময় তিনি বলেন, সরকার বন্যার্তদের পাশে থেকে সব ধরনের সহযোগিতা করে যাচ্ছে এবং যাবে। বালাগঞ্জের একাংশ ও ওসমানীনগরের মানুষ এখনো দেখা পাননি স্থানীয় সংসদ সদস্য ইয়াহহিয়া চৌধুরী এহিয়ার। জাতীয় পার্টির সংসদ সদস্য এহিয়া ঈদের আগে ওমরা পালন করতে সৌদি আরবে চলে গেছেন। তবে দুই-তিনদিনের মধ্যে এলাকায় তার ফেরার কথা রয়েছে। এহিয়া অনুপস্থিত থাকলেও এ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি ও সিলেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী এলাকায় রয়েছেন। তিনি প্রায় প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত এলাকায় অবস্থান করছেন। বন্যার্তদের পাশে থাকতে তিনি দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন। ঈদে বাড়ি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেত্রী ও ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা। তিনি বিশ্বনাথের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। বিএনপি নেতারা জানিয়েছেন, তাহসিনা রুশদীর লুনা দুটি উপজেলার বন্যা পরিস্থিতি দেখতে না গেলেও বালাগঞ্জের উপজেলা চেয়ারম্যান আবদাল মিয়া, ওসমানীনগরের ময়নুল হককে জনগণের পাশে থাকার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি দলীয় নেতাকর্মীদেরও তিনি জনগণের পাশে থেকে সহযোগিতা করার নির্দেশ দিয়ে গেছেন। সিলেটের পানি উন্নয়ন বোর্ড সূত্র জানিয়েছে, সিলেটে বন্যা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পানি তেমন বাড়ছে না। তবে উজান থেকে পানি এলে পরিস্থিতি আরো খারাপ হতে পারে। সিলেট পানি উন্নয়ন বোর্ডের ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম জানিয়েছেন, আগামীকাল পর্যন্ত বন্যা পরিস্থিতি অপরিবর্তিত থাকার পূর্বাভাস মিলেছে। নদী ছাড়া পাহাড়ি এলাকা দিয়ে পানি নামলে পরিস্থিতির অবনতি হতে পারে। তিনি বলেন, সিলেটের কুশিয়ারা নদীর পানি কোথাও কোথাও বিপদসীমার দেড় মিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদী উপচে পানি গ্রামে ঢুকেছে।