সিলেটে নববধূর মৃত্যু: স্বামী পলাতক, শাশুড়ি আটক
জেলার জৈন্তাপুরে নববধূর মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। সোমবার সকাল ১০ টার দিকে শিউলী বেগম (২০) নামের ওই নববধুর মৃত্যু হয়। তিনি দরবার ইউনিয়নের খড়িকাপুঞ্জি গ্রামের সুলেমান আহমদের স্ত্রী। একই ইউনিয়নের চালাইন গ্রামের সৌদিআরব প্রবাসী সিরাজ আহমদের মেয়ে। এলাকাবাসীর ধারণা নববধূ মৃত্যুর ঘটনায় স্বামী জড়িত। এদিকে ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছে। শাশুড়িকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ থানায় নিয়ে এসেছে। গত ৬ মাস পূর্বে তাদের বিয়ে হয়েছিল।পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সকাল ১০টায় স্বামীর বাড়ীর লোকজন শিউলির বাড়িতে সংবাদ জানায় শিউলি গুরুতর অসুস্থ। সংবাদ পেয়ে শিউলির আত্মীয় স্বজন খড়িকাপুঞ্জি গিয়ে দেখতে পান শিউলি বেঁচে নেই এবং তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। স্বামী সুলেমান আহমদ মৃত স্ত্রীকে চিকিৎসার জন্য জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত স্ত্রীকে রেখে কৌশলে পালিয়ে যায় স্বামী সুলেমান। এ নিয়ে রহস্যের সৃষ্টি হয়।
এলাকাবাসী ও নিহতের পরিবারের ধারণা সুলেমান নববধুকে হত্যা করে এবং চিকিৎসার নামে কৌশল অবলম্বন করে সে পালিয়ে যায়। এদিকে সংবাদ পেয়ে পুলিশ মৃত্যুর রহস্য উদঘাটন করতে এবং শিউলি বেগমের সুরতহাল রিপোর্ট তৈরি করে অধিকতর তদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের ব্যবস্থা গ্রহণ করছে। নিহতের চাচী সাজিদা বেগম জানিয়েছেন, শিউলী পরিবারের পক্ষ হতে থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ সফিউল কবির বলেন, মৃত্যুর রহস্য উদঘাটন করতে সুলেমান আহমদের মা শিউলির শাশুড়ি মারিয়া বেগমকে(৫০) প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তবে ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা তা মরদেহ ময়না তদন্তের পর জানা যাবে।