সিলেট: সিলেট জেলা বারের আইনজীবী আনোয়ার হোসেন হত্যা মামলায় স্ত্রী শিপা বেগমের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান। রবিবার (৬ জুন) রিমান্ড শুনানী শেষে আদালতের বিচারক এই আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা আদালতে ৭দিনের রিমান্ড আবেদন করেন। অ্যাডভোকেট আনোয়ার হোসেনের মৃত্যুর ১০ দিনের মাথায় খালাতো ভাইকে বিয়ে করেন তার স্ত্রী শিপা বেগম। বিষয়টি নিশ্চিত করেন মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) ইয়াছিন আলী। তিনি জানান, আইনজীবী আনোয়ার হোসেন হত্যা মামলার রহস্য উদঘাটনের জন্য আদালতে ৭ দিনের আবেদন করা হয়। সেই সাথে লাশ উত্তোলন করে পূনরায় ময়নাতদন্ত করার জন্য আরেকটি আবেদন করা হয়। রবিবার শুনানী শেষে আদালত শিপা বেগমের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আগামীকাল সোমবার (৭ জুন) সকালে তাকে রিমান্ডে নেয়া হবে বলে জানান তিনি। আনোয়ার হোসেন হত্যা মামলায় পুলিশ শিপা বেগম গ্রেফতার করলেও এখনও লাপত্তা রয়েছে শিপা বেগমের বর্তমান স্বামী এবং মামলার প্রধান আসামী শাহাজাহান চৌধুরী।

জানা যায়, আইনজীবী আনোয়ার হোসেনকে হত্যা করা হয়েছে এমন অভিযোগে তার ছোট ভাই মনোয়ার হোসেনের একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় গত বুধবার রাত ৩টার দিকে নগরীর তালতলা এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। পরকীয়া প্রেমের জেরে স্ত্রী শিপা আইনজীবী স্বামীকে হত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ। পুলিশ সূত্র জানায়, আনোয়ার হোসেন মারা যাওয়ার মাত্র ১০ দিনের মাথায় শিপা বেগম তার খালাতো ভাই কানাইঘাটের বাসিন্দা (বর্তমানে নগরের উপশহর এলাকায় বসবাসকারী) শাহজাহান চৌধুরী মাহিকে বিয়ে করেন। এরপর থেকে আনোয়ার হোসেনের পরিবারের সঙ্গেও যোগাযোগ বন্ধ করে দেন শিপা। পরবর্তীতে আনোয়ার হোসেনের পরিবার জানতে পারে, পরকীয়ার জেরে আনোয়ার হোসনকে তার স্ত্রীসহ কয়েকজন মিলে হত্যা করেছে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn