সিলেটে বর্ষবরণ
আজ নববর্ষ। বাংলা বছরের প্রথম দিন। বাঙালির সার্বজনীন উৎসব। নববর্ষের আনন্দে মেতেছে পুর দেশ। নানা আয়োজনে বরণ করে নিচ্ছে নতুন বছরকে। বর্ষবরণ উৎসব চলছে সিলেটজুড়েও।
সকাল থেকে প্রাণের উচ্ছ্বাসে বরণ করে নেওয়া হচ্ছে ১৪২৫ বঙ্গাব্দকে। প্রাণে প্রাণ মেলানোর প্রত্যয়ে বর্ষবলন উৎসবে যোগ দিয়েছে পুরো সিলেটবাসী। সরকারী বিধিনিষেধ, সময়সীমা নির্ধারণসহ নানা বাধা উপেক্ষা করে বর্ষবরণ উৎসবগুলো ঢল নেমেছে উৎসবপ্রিয় বাঙ্গালির।
অন্যান্য উৎসবের মতো এ উৎসবকেও রাঙিয়ে তুলেছেন তরুণরা। বর্ণিল পোশাক আর বর্ণিল সাজে দলবেঁধে তারা ছুটে বেড়াচ্ছেন এক উৎসবস্থল থেকে আরেক উৎসবস্থলে।
সকালে মঙ্গলশোভাযাত্রার মাধ্যমে সিলেটে নতুন বছরকে বরণ করে নেওয়া হয়। প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয় থকে এ বঙ্গলশোভাযাত্রা শুরু হয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
শহীদ মিনারে সকাল থেকে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ। এছাড়া শ্রীহট্ট সংস্কৃত কলেজে আনন্দলোক,
ব্লুবার্ড স্কুলে শ্রুতি, শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান আলাদা আলাদাভাবে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করে।
শাহজালাল বিশ্ববিদ্যালয় ও এমসি কলেজে ব্যাপক আয়োজহনের মধ্যদিয়ে নতুন বছরকে বরণ করা হচ্ছে। এই দুই ক্যাম্পাসেও ঢল নেমেছে মানুষের।