সিলেটে যুবলীগকর্মী মাহবুবুর রহমান রিজভী (২৮) হত্যা মামলায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে রায়হান আহমদ নামক ওই যুবককে গ্রেফতার করে কোতোয়ালী থানা পুলিশ। কোতোয়ালী থানার এসআই আবদুল বাতেন সিলেটভিউ২৪ডটকমকে জানান, নগরীর দক্ষিণ সুরমার মৌবন এলাকা থেকে রায়হানকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে।

জানা যায়, গত ১৮ জুলাই বিকেলে নগরীর মিরাবাজারে জাতীয় ছাত্রসমাজের আবদুর রকিব গ্রæপের সঙ্গে বাগবিতন্ডার সময় মাহবুবুর রহমান রিজভীকে ছুরিকাঘাত করা হয়। তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি ঘটলে গত ১৯ জুলাই ঢাকায় পাঠানো হয়। সেখানে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরদিন তার মৃত্যু হয়। এ ঘটনায় কোতোয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। রিজভীর গ্রামের লক্ষ্মীপুরের মাইজদিতে। তিনি পরিবারের সদস্যদের সাথে সিলেট নগরীর তোপখানা রোডের একটি বাসায় থাকতেন।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn