সিলেটে রবীন্দ্রনাথ স্মরণোৎসবের সমাপনী দিনে বক্তব্য দিবেন প্রধানমন্ত্রী
বার্তা ডেস্ক :: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সিলেট পদার্পণের শতবার্ষিকী উপলক্ষে সিলেটে চলছে চার দিনব্যাপী ‘সিলেটে রবীন্দ্রনাথ: শতবর্ষ স্মরণোৎসব’। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৫ নভেম্বর থেকে শুরু হওয়া এ উৎসবের পর্দা নামবে শুক্রবার (৮ নভেম্বর) রাতে। সিলেট স্টেডিয়াম মাঠে উৎসবের সমাপনী দিনে সন্ধ্যা ৭ টায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর বক্তব্য প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন স্মরণোৎসব পর্ষদ এর আহবায়ক ও সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
উল্লেখ্য, এ অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত থাকার কথা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার। অনিবার্য কারনবঃশত তাঁর সফরসূচি বাতিল হওয়ায় অবশেষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সিলেটবাসীর সঙ্গে ঐতিহাসিক এ উৎসবে যোগ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী। সমাপনী পর্বে অতিথি হিসেবে উপস্হিত থাকবেন সিলেট-১ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালেদ। এছাড়াও দেশ-বিদেশি অতিথি ও প্রখ্যাত সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ও শিল্পীরা উৎসবে অংশগ্রহন করবেন।