দিব্য জ্যোতি সী ::

বাংলাদেশ ছাত্রলীগ সিলেট জেলা শাখার নতুন কমিটি গঠনের লক্ষ্যে সভাপতিও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত আহবান করেছিল কেন্দ্রীয় নির্বাহী সংসদ। বুধবার (২৫ অক্টোবর) ছিল জীবনবৃত্তান্ত জমা দেওয়ার শেষ দিন। শেষ দিন পর্যন্ত ৩০০জন নেতাকর্মী সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী জীবনবৃত্তান্ত জমা কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে জমা দিয়েছেন। এই তালিকায় জেলা ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির বিভিন্ন পদের দায়িত্বে থাকা নেতারা ছাড়াও কর্মীরাও রয়েছেন। এ ব্যাপারে সিলেট জেলা ছাত্রলীগের দায়িত্বপ্রাপ্ত ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সৃজন ঘোষ সজীব সিলেটভিউ-কে বলেন- বুধবার জীবনবৃত্তান্ত জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত ৩০০জন নেতাকর্মী আমাদের কাছে সিভি জমা দিয়েছেন। সোম ও মঙ্গলবার আমরা এই সিভিগুলো গ্রহণ করি। বুধবার ঢাকায় সিভি দেওয়ার সুযোগ থাকলেও নতুন করে আর কেউ সিভি জমা দেয়নি। কমিটি গঠনের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে তিনি বলেন- আজ বৃহস্পতিবার কেন্দ্রীয় সংসদে তারা সিভিগুলো জমা দেবেন। পরবর্তীতে কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদক এগুলো যাচাই-বাছাই করে সিলেট জেলা ছাত্রলীগকে নতুন নেতৃত্ব উপহার দেবেন। পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত সংগ্রহ করতে গত রবিবার রাতে সিলেটে আসেন সিলেট জেলা ছাত্রলীগের দায়িত্বপ্রাপ্ত ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সৃজন ঘোষ সজীব। তার সাথে ছিলেন কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক চিন্ময় রায় ও উপ সাহিত্য বিষয়ক সম্পাদক রহমত উল্লাহ খান শাকুর। সোম ও মঙ্গলবার সিলেটে জীবনবৃত্তান্ত গ্রহণ শেষ বুধবার তারা ঢাকায় পৌঁছান। বুধবার জীবিনবৃত্তান্ত জমা দেওয়ার শেষ দিন হলেও এইদিন আর নতুন করে কেউ জীবনবৃত্তান্ত জমা দেয়নি।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn