মারুফ খান মুন্না :: সিলেট জেলা ও মহানগর বিএনপির সম্মেলনের প্রায় ১৪ মাস পর সম্প্রতি ঘোষণা করা হয়েছে সিলেট জেলা ও মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি। কমিটি ঘোষণার পরপরই পুরো সিলেট জুড়ে শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা। কেউ স্বাগত জানিয়েছেন পূর্ণাঙ্গ কমিটিকে। কেউবা করছেন সমালোচনা। তবে সবকিছু ছাপিয়ে আলোচনায় কিন্তু ছাত্রদল। সদ্য ঘোষিত সিলেট জেলা ও মহানগর কমিটিতে স্থান পেয়েছেন বেশ কয়েকজন সদ্য সাবেক হওয়া প্রভাবশালী  ছাত্রনেতা।  এ যেনো সিলেট মহানগর ও জেলা বিএনপিতে ছাত্রদলের জয়জয়কার।

এ বিষয়ে সদ্য সাবেক মহানগর ছাত্রদলের এক নেতা বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা তাদের যোগ্যতা অনুযায়ী কমিটিতে জায়গা করে নিয়েছে। তাদের সঠিক মূল্যায়ন করায় তিনি কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। নবগঠিত কমিটির সহ সভাপতি এবং সিসিকের কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম সিলেটভিউ২৪ডটকমকে বলেন, ‘যেহেতু ছাত্রদলের কমিটি বাতিল করা হয়েছে এবং নবগঠিত কমিটিতে স্থানপ্রাপ্ত সাবেক ছাত্রনেতৃবৃন্দ এখন আর ছাত্র নয়, সেহেতু তাদের বিএনপিতে পদবী নিয়ে কোন সমস্যা নাই।
উল্লেখ্য, সিলেট মহনগর বিএনপিতে ছাত্রদলের সদ্য বাতিলকৃত কমিটির যেসব নেতা স্থান পেয়েছেন তারা হলেন – ছাত্র বিষয়ক সম্পাদক পদে নুরুল আলম সিদ্দিকী খালেদ, সহ-সাংগঠনিক সম্পাদক পদে মাহফুজুল করিম, সহ দপ্তর সম্পাদক পদে লোকমান আহমদ, সহ ছাত্র বিষয়ক সম্পাদক পদে আবু সালেহ লোকমান। সিলেট জেলা বিএনপিতে জেলা ছাত্রদল থেকে যেসব নেতা স্থান পেয়েছেন তারা হলেন – স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পদে আ ফ ম কামাল, সহ-দপ্তর সম্পাদক পদে এম এ মালেক, সহ ছাত্র বিষয়ক সম্পাদক পদে ফখরুল ইসলাম, সহ শ্রম বিষয়ক সম্পাদক পদে এম এ হান্নান, সদস্য পদে রাহাত চৌধুরী মুন্না।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn