সিলেট-ভোলাগঞ্জ সড়ক মহাসড়কে উন্নীত হচ্ছে
একনেকে বিমানবন্দর বাইপাস ইন্টারসেকশন-লালবাগ-সালুটিকর-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ সড়ককে জাতীয় মহাসড়কে উন্নীতকরণের (১ম সংশোধিত) প্রকল্প অনুমোদন পেয়েছে। প্রকল্পটির ব্যয় ৪৪১ কোটি ৫৪ লাখ টাকা ধরা হয়েছে। বৃহস্পতিবার (৮ মার্চ) রাজধানীর শেরেবাংলা নগরস্থ পরিকল্পনা কমিশনের জাতীয় নির্বাহী পরিষদের (এনইসি) মিলনায়তনে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। একনেকের সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। সভা শেষে প্রেস ব্রিফিং করে এসব তথ্য জানান পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল। জানা গেছে, সিলেট জেলার সিলেট-সালুটিকর-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ সড়কটি সরাসরি সিলেট মেট্রোপলিটন শহর ও বিমানবন্দর সড়কের সঙ্গে সংযুক্ত। গুরুত্বপূর্ণ এ সড়কের সঙ্গে ভোলাগঞ্জ পাথর কোয়ারি সংযুক্ত, যেখান থেকে দেশের প্রায় ৭০ শতাংশ পাথর আহরিত হয়। এ সড়কে পাথরবাহী ভারী যানবাহন চলাচল করে। এছাড়া, ভোলাগঞ্জ ল্যান্ডপোর্টের মাধ্যমে ভারত থেকে লাইমস্টোন আমদানি করা হয়। বর্তমানে সড়কটিতে প্রতিদিন প্রায় ৫ হাজার মালবাহী ট্রাক যাতায়াত করে, যার সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এ প্রেক্ষিতে মূল প্রকল্পটি ৪৪১ কোটি ৫৪ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে।