সিলেট-সুনামগঞ্জ রুটে ‘স্পেশাল’ ১২০টি বাস চালু
সুনামগঞ্জ-সিলেট-ছাতক ও দিরাই রুটে যাত্রীদের দীর্ঘদিনের পুরনো দাবি ছিলো নতুন বাসের। অবশেষে নতুন বছরের শুরুতেই সেই দাবি আলোর মুখ দেখলো। স্পেশাল ও গেইট লক বিরতিহীন ১২০ টা গাড়ি চলাচল শুরু হয়েছে। সোমবার ওই ১২০টি নতুন গাড়ি চলাচলের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম। সোমবার বিকালে শহরের মল্লিকপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল কার্যালয়ে গাড়ি চলাচলের উদ্বোধনী অনুষ্ঠানের আগে জেলা বাস মিনিবাস মাইক্রোবাস মালিক গ্রুপের সভাপতি মোজ্জামেল হকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ, সিলেট-সুনামগঞ্জ মাইক্রো মিনিবাস মালিক গ্রুপের সভাপতি ড. খলিলুর রহমান, জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আব্দুর শহিদ, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, জেলা বাস মিনিবাস মাইক্রোবাস মালিক গ্রুপের মহা সচিব মো. জুয়েল মিয়া, কোষাধ্যক্ষ মুরশেদ আলম জুয়েল, সিলেট মটর মালিক গ্রুপের সহ-সাধারণ সম্পাদক আবুল কাশেম, সিলেট-সুনামগঞ্জ মাইক্রো মিনিবাস মালিক গ্রুপের কোষাধ্যক্ষ আমির আলী, শ্রমিক নেতা রঞ্জিত দত্ত, সেতু মিয়া, নুরুল হক, মিসবাহ উদ্দিন, ফারুখ আহমদ প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, ‘গাড়ি চালকদের খুব সচেতনতার সাথে গাড়ি চালাতে হবে। যাত্রীরা যাতে কোন সমস্যায় না পড়েন বা কোন প্রকার হয়রানির শিকার না হয় সে দিকে বিশেষ নজর রাখতে হবে। যাত্রীদের সেবার মান নিশ্চিত করতে হবে।’