বার্তা ডেক্সঃঃব্যাটিং করে ড্রেসিংরুমে ফিরেই হঠাৎই শরীর খারাপ লাগছিল তামিম ইকবালের। ঠান্ডাজনিত সমস্যার কারণেই দ্রুত মাঠ ছেড়ে হোটেলে ফিরে যান। করোনার উপসর্গ থাকার কারণে আজ রবিবার সকালে তামিমের করোনা পরীক্ষা করানো হয়। সেই পরীক্ষায় সুসংবাদই পেয়েছেন তামিম। করোনা নেগেটিভ হয়েছেন ফরচুন বরিশালের অধিনায়ক! বিষয়টি নিশ্চিত করেছে ফরচুন বরিশালের টিম ম্যানেজমেন্ট। আগামীকাল সোমবার বিকেলে বঙ্গবন্ধু কাপ টি-টোয়েন্টির এলিমিনেটর ম্যাচে তামিমের দলের প্রতিপক্ষ মুশফিকের বেক্সিমকো ঢাকা। করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ হওয়ার কারণে এ ম্যাচ খেলতে আর কোনা বাঁধা নেই তার।

শনিবার তামিম বিসিবির মেডিকেল টিমের পরামর্শ মেনেই প্রথম ইনিংস শেষ হওয়ার আগে হোটেলে ফিরে গিয়েছিলেন। ফলে ঢাকার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে থাকতে পারেননি বরিশাল অধিনায়ক। তার অবর্তমানে দলকে সামলান মেহেদী হাসান মিরাজ এবং ঢাকার বিপক্ষে জিতেই মাঠ ছাড়ে। শনিবার রাতে এক অডিও বার্তায় তিনি সংবাদমাধ্যমকে বলেন, ‘গতকাল (শুক্রবার) থেকেই আমার শরীর একটু খারাপ ছিল। আজকে (শনিবার) ব্যাটিং করে ড্রেসিংরুমে ফেরার পর শরীর আরও বেশি খারাপ করে। প্রচণ্ড দুর্বল অনুভব করছিলাম। বিসিবির মেডিকেল টিম পরীক্ষা করে আমাকে দ্রুত হোটেলে ফিরে যাওয়ার পরামর্শ দেয়। আউট হয়ে ফেরার কয়েক ওভার পরই আমি হোটেলে ফিরে আসি।’

 

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn