বার্তা ডেক্স -সুখবর, সব অনুমোদন প্রক্রিয়া শেষ করেও মালয়েশিয়ায় যেতে না পারা ক্ষতিগ্রস্ত শ্রমিকরা ক্ষতিপূরণ পাবেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। এ ঘটনায় দায়ীদেরও ছাড় দেয়া হবে না বলে জানান তিনি। বুধবার (৫ জুন) দুপুরে ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে মালয়েশিয়ার হাইকমিশনার হাজনাহ মো. হাশিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। বুধবার (৫ জুন) দুপুরে ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে মালয়েশিয়ার হাইকমিশনার হাজনাহ মো. হাশিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের যে অ্যাগ্রিমেন্ট ছিল, তাতে (মালয়েশিয়ায় প্রবেশের) শেষ তারিখ ছিল ৩১ মে। সেটা ফুলফিল করতে গিয়ে মালয়েশিয়ান সরকারও চেষ্টা করেছে, আমরাও চেষ্টা করেছি। আমাদের প্রায় ১৭ হাজার মানুষের ভিসা ইস্যু হয়েছে। হাইকমিশনের মাধ্যমে আমরা আপিল করেছি, যে ১৭ হাজার মানুষ ভিসা পেয়েছে, তাদের মালয়েশিয়ায় প্রবেশ ও কাজের সুযোগ দেয়ার জন্য। আমরা আশা করছি, আমাদের অনুরোধ তারা রক্ষা করার চেষ্টা করবে।’

তিনি বলেন, ‘আমরা মন্ত্রণালয় থেকে ছয় সদস্যের একটা তদন্ত কমিটি করেছি। সাত দিনের মধ্যে তারা প্রতিবেদন দেবে। এ সমস্যা কাদের কারণে সৃষ্টি হয়েছে, কেন শ্রমিকরা যেতে পারেনি–তদন্ত কমিটির প্রতিবেদনে যারা দোষী হবে, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব।’

শফিকুর রহমান বলেন, ‘যারা বিদেশ যাওয়ার জন্য অ্যাপ্লাই করেছে, যারা বিভিন্ন এজেন্সির মাধ্যমে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে এবং যারা ভিসা পায়নি, তাদের ব্যাপারেও আমাদের মন্ত্রণালয় বিবেচনা করবে। তাদের ক্ষতিপূরণের যে ব্যবস্থা করা যায় সেটা আমরা ব্যবস্থা করছি। প্রধানমন্ত্রীও এ ব্যাপারে খুব আন্তরিক।’

 

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn