সুনামগঞ্জের তরুণরা বুড়ো হচ্ছেন ফেইসবুকে
বর্তমান প্রযুক্তিনির্ভর যুগে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর মধ্যে ফেসবুক অন্যতম। সম্প্রতি ফেসবুকে ঝড় তুলেছে ফেসঅ্যাপ নামের কৃত্রিম বুদ্ধিমত্তাযুক্ত একটি অ্যাপ। যার ব্যবহারে নিজের পরিবর্তন করে বুড়ো ছবি বানিয়ে তা ফেসবুকে পোস্ট করাকে বলা হচ্ছে ‘ফেস অ্যাপ চ্যালেঞ্জ’। এই অ্যাপস নিয়ে সারাদেশের মতো সুনামগঞ্জেও পাল্লা দিয়ে বেড়েছে বুড়ো হওয়ার প্রতিযোগিতা। সাংবাদিক ,ডাক্তার, রাজনীতিবিদ, চাকরিজীিবি, এমনকি বাদ নেই গৃহকর্তীরাও। সামাজিক যোগাযোগ মাধ্যম এখন সয়লাভ এই প্রতিযোগিতায়। এই অ্যাপ বিভিন্ন ফিল্টারের কারণে ভাইরাল হয়েছিল অনেক আগেই। এবার এতে নতুন ফিল্টার হিসেবে যুক্ত হয়েছে ‘ওল্ড ফিল্টার’। ৬০ বছর বয়স হলে আপনার চেহারা কেমন হবে, তা ওই ফিল্টারের মাধ্যমে তৈরি করে দেখা যায়। বর্তমানে এই ‘ফেস অ্যাপ চ্যালেঞ্জ’ জ্বরে ভুগছেন নেটিজেনরা। নিজের বুড়ো চেহারার ছবি তৈরি করে পোস্ট করছেন ফেসবুকে। এমনকি অনেক সেলিব্রেটিরাও গ্রহণ করেছেন এই চ্যালেঞ্জকে, পোস্ট করছেন তাদের বুড়ো চেহারার ছবি! তবে ভিন্ন মতও দেখা গেছে। ফেসবুকে হঠাৎ বুড়ো হয়ে যাওয়া বন্ধুদের মাঝে কেউ কেউ আবার ছোট বেলার ছবিও শেয়ার করছেন।