আল-হেলাল : সুনামগঞ্জ সদর উপজেলায় ৪টি পৃথক জায়গায় এক যুবকের ৪ খন্ড লাশ উদ্ধার করেছে পুলিশ। ৫ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের নুরুজপুর গ্রাম সংলগ্ন কৃষক আব্দুল কাদিরের জমি থেকে লাশের টুকরোগুলো উদ্ধার করা হয়। নিহতের নাম শামসুল হক (২৮)। তিনি নুরুজপুর গ্রামের গিয়াস উদ্দিনের পুত্র এবং এক ছেলে ও এক মেয়ের জনক। সংবাদ শুনে সুনামগঞ্জ সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ জয়নাল আবেদীন এবং সদর থানার এসআই শরীফ উদ্দিন ও এসআই সুবীর সরকারসহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের খন্ডিত লাশটি উদ্ধার করে জেলা সদর হাসপাতালে এনে ময়না তদন্তের ব্যবস্থা করেন।
স্থানীয় লোকজন ও পুলিশ জানায়,প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে লাশটি উদ্ধারের অনুমান ৩দিন আগে পরিকল্পিতভাবে শামসুল হক কে খুন করে তার লাশটি টুকরো টুকরো করে পৃথক পৃথক স্থানে ফেলে রাখা হয়েছে। লাশটির এক জায়গায় দেহ,আরেক জায়গায় মাথা,আরেক জায়গায় পা ও অন্য জায়গায় কলিজা পাওয়া গেছে। স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন জানান, আমরা ৪ জায়গা থেকে লাশটির ৪টি পৃথক টুকরো দেখতে পেলেও এখন পর্যন্ত লাশটির একটি পা পাওয়া যায়নি। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বুধবার বিকেলে নিহতের সৎভাই শুকুর আলী (২৮) ও একই গ্রামের আফজল হোসেন কে আটক করেছে পুলিশ।
সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান বিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,যে বা যারাই এ হত্যাকান্ডে জড়িত থাকুকনা কেন খুব অল্প সময়ের মধ্যেই সংশ্লিষ্টদের গ্রেফতার করবো। পল্লীসংগীত ও চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে গণসচেতনতা রক্ষায় প্রচারাভিযাণ পরিচালনা করেছে জেলা তথ্য অফিস সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ জেলা তথ্য অফিসের উদ্যোগে “শিশু ও নারী উন্নয়ন যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়)” শীর্ষক প্রকল্পের আওতায় সুনামগঞ্জ সদর উপজেলায় পল্লী সংগীত ও চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে জনগনকে সচেতন করার লক্ষ্যে প্রচারাভিযান পরিচালনা করা হয়েছে। গত ১৩ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই প্রচারাভিযান পরিচালনার কথা থাকলেও মেয়াদ বাড়িয়ে ৫ অক্টোবর পর্যন্ত সদর উপজেলার গুরুত্বপূর্ণ হাটবাজারে এই প্রচারাভিযান পরিচালিত হয়। জেলা তথ্য অফিসের উপপরিচালক মোঃ আব্দুছ ছাত্তার এর দিক নির্দেশনায় তথ্য অফিসের কর্মকর্তা কর্মচারীগন এই প্রচারাভিযান পরিচালনা করেন। এতে করোনা ভাইরাস সংক্রমণ রোধ,করোনা টিকা গ্রহণ, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, শিশু ও নারী অধিকার সুরক্ষা,শিশুর যথাযথ বিকাশ,অটিজম ও শিশুর মানসিক স্বাস্থ্য, শিক্ষা, নারীর ক্ষমতায়ন,নারীর সামাজিক নিরাপত্তা কর্মসূচী সমূহ, জেন্ডার সমতা, নিরাপদ মাতৃত্ব, বাল্য বিবাহ,মাদক এবং ডেঙ্গু প্রতিরোধ বিষয়ে পল্লীসংগীত পরিবেশন ও চলচ্চিত্র প্রদর্শন করা হয়।
সংবাদ টি পড়া হয়েছে :
১৯৩ বার