সুনামগঞ্জে অগ্নিকাণ্ডে ১১টি দোকান ভস্মিভূত
সুনামগঞ্জ শহরের কালীবাড়ি মার্কেটে অগ্নিকাণ্ডে ১১টি দোকান ও একটি বসতঘর ভস্মিভূত হয়েছে। সোমবার (০১ মে) দিবাগত রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানান সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার অখিল কুমার সিংহ। প্রত্যক্ষদর্শীরা জানায়- একটি পানের দোকানের মিটার থেকে শর্ট সার্কিটের আগুন লেগে পুরো মার্কেটে ছড়িয়ে যায়। এসময় আগুনে ১১টি দোকান ও একটি বসতঘর পুড়ে যায়। পরে সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের দাবি, আগুনে তাদের প্রায় দুই কোটি টাকার মালামাল পুড়ে গেছে। এদিকে, রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম ও পুলিশ সুপার মো. বরকতুল্লা খাঁন। সদর থানার এসআই প্রদীপ চক্রবর্তী জানান- বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে ১১টি দোকান পুড়ে গেছে বলেও জানান তিনি।