সুনামগঞ্জে ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ টাকা ও ঢেউটিন বিতরণ শুরু
নিজস্ব প্রতিবেদক :: ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ‘বালির বাঁধ’ ভেঙে ফসলহানিতে হাহাকার বিরাজ করছে সুনামগঞ্জের কৃষকের মাঝে। ফসলহানি, প্লাবন, ঝড়বৃষ্টি, শিলাবৃষ্টিতে পানিবন্দি হয়ে পড়েছেন সুনামগঞ্জ জেলার বিভিন্ন এলাকার মানুষ। প্রবল ঝড় বৃষ্টিতে অনেক মানুষ হারিয়েছেন তাদের ঘরবাড়ী। ফসলহানীতে খাদ্যের অভাবে নিদানের আশঙ্কাও করছেন অনেকেই। তবে ক্ষতিগ্রস্তদের পাশে দাড়িয়েছে সরকার। ইতিমধ্যে সুনামগঞ্জ সহ ৫টি জেলায় প্রতি কেজি চাল ১৫ টাকা এবং প্রতি কেজি আটা ১৮ টাকা ন্যায্য মূল্যে ডিলারদের মাধ্যমে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সরকার। খাদ্য মন্ত্রণালয়ের নির্দেশনা প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বলেন,‘বোরো ফসলহানি ঘটলেও সুনামগঞ্জের একজন কৃষকও অভূক্ত থাকবে না। সরকার ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে আছে, থাকবে। আমরা জেলা প্রশাসন থেকে জরুরী ত্রাণ সহায়তা দিচ্ছি। আমি গত বুধবার রাতে খাদ্য সচিবকে অনুরোধ করেছিলেন পর্যাপ্ত চাল ও ত্রাণ সহায়তা দেয়ার জন্য। চাল প্রদানের বিষয়টি বৃহস্পতিবারই অনুমোদন হয়েছে। আমরা ইতোমধ্যে জেলার ১১ উপজেলায় ৩৬০ মে. টন চাল, ১৬ লাখ টাকা ও ১৫০ বান্ডিল ঢেউটিন পাঠিয়ে দিয়েছি। আরো ২১০ মে. টন চাল আমার কাছে মওজুদ আছে। উপজেলা নির্বাহী অফিসারগণ স্থানীয়ভাবে খোঁজ খবর নিয়ে গতকাল থেকেই ক্ষতিগ্রস্তদের মাঝে এসব চাল, নগদ টাকা ও ঢেউটিন বিতরণ শুরু করেছেন।’ সরকারের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সুনামগঞ্জসহ সিলেটের সর্বস্থরের জনতা। তাঁরা আশাবাদ ব্যক্ত করেন, সকল ক্ষতিগ্রস্থ কৃষকদের পাশে সরকার বরাবরের মতো এবারও হাত বাড়িয়ে দিবে।