বৈশাখের শুরু থেকে বিস্তীর্ণ হাওরাঞ্চলে ধান কাটা শুরু হলেও মোকামে এখনও পুরো দমে বেচাকেনা শুরু হয়নি। তবে হাওরের খলায়-খলায় এখন ধান কাটা, মাড়াই, শুকানো ও সিদ্ধ করার কাজ পুরোদমে চলছে। ব্যস্ত সময় পার করছেন কৃষক-কৃষাণীরা।এদিকে দেনা করে বোরো ধান করা হাওরের কিছু ছোট কৃষক প্রয়োজনের তাগিদে অল্প করে ধান বিক্রি করছেন বাড়িতে রেখেই। নেত্রকোণায় ধানের বাজারদর ভালো মিললেও শেষ সময়ে ব্লাস্ট রোগের কারণে ধানে চিটা ধরায় সুনামগঞ্জে ধানের দাম কিছুটা কম রয়েছে। তাই এই এলাকার কৃষকরা ধানের দাম নিয়ে বিশেষ খুশি নন।
জানা গেছে, ব্রি-২৮, ব্রি-২৯ চিকন ধান ১০০০ হাজার থেকে ১১৫০ টাকা দামে মাঠ থেকেই কিনে নিচ্ছেন পাইকাররা। আর মোটা ধান ৭০০ থেকে ৮০০ টাকা মধ্যে। তবে ব্লাস্টের কারণে চিটা হয়ে যাওয়া ধানের দাম তুলনামূলক কম সর্বোচ্চ ৬০০ টাকায় বিক্রি হচ্ছে। নেত্রকোণা, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার কৃষক, পাইকার, চালকল ব্যবসায়ী ও কৃষি কর্মকর্তাদের কাছ থেকে এসব তথ্য পাওয়া গেছে। পূর্বাঞ্চলের সবচেয়ে বড় এই জলভাণ্ডারের নিচু জমি দেশের খাদ্যশস্যের বড় জোগানদার। এই জমির দিকে সারা বছর তাকিয়ে থাকে হাওর অধ্যুষিত সাত জেলার কৃষক। তবে সবচেয়ে বেশি ধান হয় নেত্রকোণা ও সুনামগঞ্জ জেলায়।
হাওরের জমির পুরোটাই এক ফসলি। এই ফসলের আয় থেকেই কৃষক সারা বছরের খাওয়া-পরা, ছেলেমেয়েদের লেখাপড়া, সামাজিক অনুষ্ঠান– সবকিছু চালায়। তাই ফসল কাটার সময় হলে পরিবারের বাইরে থাকা সদস্যরাও বাড়ি ফিরে আসেন। দিনে ধান কাটা, শুকানো আর রাতভর উঠানে গৃহিণীরা ধান সিদ্ধ করেন। বাড়ি ভর্তি থাকে ‘ভাগালো’তে (বাইরে থেকে আসা শ্রমিক)। বলা হয়, ধান কাটা বা ‘দাওয়ামারি’র এই সময়ে হাওর ঘুমায় না। নেত্রকোণায় হাওরাঞ্চলের কৃষকদের অনেকে ধান মাঠে রেখেই পাইকারদের কাছে বিক্রি করছেন। আবার কেউ রোদ থাকায় শুকিয়ে পাইকারদের কাছে ধান বিক্রি করছেন। ভেজা ধান ৮০০ থেকে ৮৩০ টাকা আর শুকনো ধান ১১৫০ টাকায় বিক্রি হচ্ছে। খালিয়াজুরী উপজেলা সদরের কৃষক জীবনি মিয়া শুকনো ব্রি-২৮ ধান পাইকারের কাছে বিক্রি করেছেন ২০০ মণ। বাড়ির সামনে খলা থেকে এই ধান পাইকাররা কিনে নিয়েছেন। প্রতি মণের দাম মিলেছে ১১৫০ টাকা করে।
তিনি বলেন, এই দাম মোটামুটি পুষিয়ে যাচ্ছে। আমার যে ধান হয়, তা বাড়িতে রাখার সুযোগ নেই। তাই বিক্রি করতে হয়। কিছুদিন রেখে বেচতে পারলে আরও ভাল দাম পাইতাম। তাছাড়া গিরস্থি করতে কিছু ঋণও করছিলাম। এই ঋণ তো এখন দেওন লাগব। কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার কৃষক হারুন অর রশিদ ভুঁইয়া। তিনি খালিয়াজুরীর হাওরের জমিতে বোরোর আবাদ করেছিলেন। ধানও কেটেছেন। ২১ এপ্রিল ব্রি-২৮ শুকনো ধান বেচেছেন ৫০০ মণ। হারুন বলেন, পাইকারের কাছে ১১৪০ টাকা মণ দরে বেচলাম ধান।
খালিয়াজুরী সদরের কৃষক মনির হোসেন পাইকারের কাছে ব্রি-২৮ শুকনো ধান বেচেছেন ১১৪৫ টাকা মণ দরে। তার ভাষ্য, দাম তো মোটামুটি ভালোই পাইছি। ব্রাহ্মণবাড়িয়া থেকে ব্যবসায়ী গোলাম আলী প্রতি বছর খালিয়াজুরী হাওরে আসেন ধান কিনতে। এবারও তিনি এসেছেন এবং কিছু ধান কিনেছেন। গোলাম আলী বলেন, চিকন ভেজা ধান তিনি ৯৭০ থেকে ৯৮০ টাকা মণ দরে কিনছেন। মোটা ধানে ৮২০ থেকে ৮৩০ টাকা দিচ্ছেন। শুকনো চিকন ধান কিনছেন ১১৪০ থেকে ১১৫০ টাকা করে। আর মোটা শুকনো ৯৫০ টাকা করে নিচ্ছেন।
এই ব্যবসায়ী জানান, তারা এসব ধান সাধারণত আশুগঞ্জ বাজারের মোকামে নিয়ে বিক্রি করেন। মোকাম থেকে ধান যায় চালকলে। অনেক ব্যবসায়ীর নিজেরই চালকল আছে। আবার কোনো কোনো চালকল মালিক মোকাম থেকে ধান কিনে নেন। পরে সেগুলো সরকারের গুদামে যায়। এর বাইরে কিছু ধান কৃষকরা সরাসরি গুদামেও দেন। তবে এখনও বড় মোকামগুলোতে ধান ওঠেনি। হাওর অঞ্চলের ধানের বড় মোকাম ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দরের বাজার। এখানে নৌকায় করে ধান আনতে সুবিধা বেশি। পাইকারি ব্যবসায়ীরা ছাড়াও হাওরের বড় কৃষকরা এখানে নৌকায় করে ধান এনে সরাসরি বিক্রি করেন। ফলে মোকাম জমতে একটু সময় লাগে; বিশেষত পানি না এলে নৌকা চলতে পারে না।
আশুগঞ্জ মোকামের ব্যবসায়ী ও আশুগঞ্জ চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক হেলাল সিকদার মঙ্গলবার বলেন, ঈদের আগে তো ধান আসে নাই। এখন একটু একটু আসা শুরু করছে। আমরা কিনছি। তবে আরও কিছুদিন সময় লাগবে। হাওরে তো কাটা চলছে। বাংলাদেশ মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতির নেত্রকোণা জেলা সাধারণ সম্পাদক এইচ আর খান পাঠান সাকি বলেন, ধান কেনা শুরু হয়েছে। তবে ঈদের পরে পুরোদমে নতুন বোরো ধান কেনা শুরু হবে। চাল কলগুলো এই ধান কিনবে। ধানের দাম দিনে দিনে বাড়বে। কৃষক ভাইয়েরা আরও দাম পাবেন।
ধান উৎপাদনে ব্যয়ের সঙ্গে মিলিয়ে এবার মোটুমুটি লাভ থাকছে বলে ধারণা দিলেন খালিয়াজুরী সদরের কৃষক শফিকুল ইসলাম তালুকদার। তিনি বলেন, একটা জমি আছে ১৭ কাঠার। সেই জমিতে বোরো আবাদ করতে বীজ, রোপণ, সার, সেচ বাবদ ২৫ হাজার টাকার মত খরচ হইছে। এবার কাঠাপিছু শুকনো ধানের হিসেবেই অন্তত পাঁচ-সাড়ে পাঁচ মণ ধান হইছে। বছর বালা হওয়ায় ফলনও বালা হইছে। এই জমিতে ৯৬ মণ ধান পাইছি। শফিকুল ইসলাম আরও বলেন, আমরা এই ধান ১০০০ টাকা দরে বিক্রি করছি। এখন পর্যন্ত ১০০ মণ ধান বিক্রি করছি। এইবার বোরো আবাদে বালা লাভ হইছে। কাঠাপ্রতি গড়ে ১৫০০ টাকা খরচ হয়। ধরেন, ধানের দাম হয় প্রায় ৬০০০ টাকা। তাতে কাঠাপ্রতি সাড়ে চার হাজার টাকা লাভ হচ্ছে।
তিনি বলেন, যাদের জমি টানে, তাদের খরচ বেশি। তাদের সেচ, সার বেশি দিতে হয়। তাদের অন্তত কাঠাপ্রতি ১৮০০ টাকা খরচ আছে। তবে সুনামগঞ্জের কৃষকরা ধানের দাম নিয়ে বিশেষ খুশি না। তাদের কিছু ধান ব্লাস্টের কারণে নষ্ট হয়েছে, কিছু ধান চিটা হয়েছে। তারা প্রতি মণে দাম পাচ্ছেন ৯০০ টাকা থেকে ১০০০ টাকা। শাল্লা উপজেলার চাকুয়া গ্রামের কৃষক প্রীতম দাস বলেন, হাওরের কৃষকের হাত এখন খালি। তাই সংসার চালাতে সস্তায় ধান বিক্রি করছেন তারা। আমাদের এলাকায় ৯০০ টাকায় ধান বিক্রি হচ্ছে।
ধর্মপাশা উপজেলার সুখাইর রাজাপুর উত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং এলাকার বড় কৃষক আমানুর রাজা চৌধুরী বলেন, চৈত্র মাস থেকেই কৃষক অভাবে থাকে। তাই সংসারের চাহিদা মিটাতে আগাম বাজারে প্রচলিত মূল্যের চেয়ে কম দামে ধান বিক্রি করে দেন তারা। এবার ভালো ফলন হলেও দাম কম। মাত্র ৯০০ থেকে ১০০০ হাজার টাকায় ধান বিক্রি করছেন কৃষক। এতে ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হতে হচ্ছে।
সংবাদ টি পড়া হয়েছে :
১০৪ বার