সুনামগঞ্জে হাওরের বোরো ফসল রক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে বিক্ষুব্দ জনতার পানি উন্নয়ন বোর্ড ঘেরাও কর্মসূচিতে বাঁধা দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১টায় হাওর ট্রাফিক পয়েন্ট থেকে মিছিল নিয়ে পানি উন্নয়ন বোর্ড অফিসের উদ্দেশ্যে যাত্রা করেন হাজার হাজার বিক্ষুব্দ মানুষ। মিছিলটি পানি উন্নয়ন বোর্ডের জেলা কার্যালয়ের অদূরে কাজির পয়েন্ট এলাকায় পৌঁছার পর পুলিশ বাধা প্রদান করেন। হাওরে বোরো ফসলরক্ষায় তিন দফা দাবি নিয়ে এই আন্দোলনের ডাক দেয় ‘হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন’ নামের একটি সামাজিক সংগঠন।
পুলিশী বাধার সময় বিক্ষোভকারীদের মধ্যে উত্তেজনা দেখা দিলে আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের যুগ্ম ফআহ্বায়ক মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান। তিনি বলেন, ‘বাঁধ নির্মাণে সীমাহিন দুর্নীতির সঙ্গে জড়িত প্রকৌশলী, ঠিকাদার ও প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতিদের বিচার না হাওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।’ এ সময় আরও বক্তব্য রাখেন সাংবাদিক বিজন সেন রায়, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোটে সালেহ আহমদ, অ্যাডভোকেট শেরেনূর আলী, সংস্কতি কর্মী রুহুল তুহিন, সাবেক ইউপি চেয়ারম্যান নূরুল হক আফেন্দী, কৃষক সংগঠক রুহুল আমিন, মিসবাহ উদ্দিন, জেলা জাসদ নেতা সেলেহীন চৌধুরী শুভ, সাংবাদিক শামস শামীম প্রমুখ।
এর আগে ট্রাফিক পয়েন্টে ঘেরাও পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন সাংবাদিক মাসুম হেলাল, এমরানুল হক চৌধুরী, কুদরত পাশা, দেওয়ান গিয়াস চৌধুরী, সংস্কৃতিকর্মী আবিদ খান হৃদয়, শহীদনূর আহমেদ, রাজু আহমেদ প্রমুখ।  এ সময় উপস্থিত ছিলেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি চিত্তরঞ্জন তালুকদার, যুব নেতা সুহেল আহমদ, সংস্কৃতি কর্মী জাহাঙ্গীর আলম, সাংবাদিক পংকজ কান্তি দে, মাহবুবুর রহমান পীর, শাহাবুদ্দিন আহমেদ, এআর জুয়েল প্রমুখ।-
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn