সরকারি প্রাক-প্রাথমিক শিক্ষক নিয়োগ লিখিত পরীক্ষায় ৬ হাজার ৫২৩ জন উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে সুনামগঞ্জের রয়েছেন ৬৪ জন। সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৬ সালে মুক্তিযোদ্ধা কোটায় সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। মৌখিক পরীক্ষা গ্রহণের জন্য উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বরের তালিকা ইতোমধ্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে পাঠানো হয়েছে। এছাড়া প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে (www.dpe.gov.bd) উত্তীর্ণ প্রার্থীদের জেলাওয়ারী রোল নম্বর পাওয়া যাবে।প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে দেয়া সুনামগঞ্জের ৬৪জন উত্তীর্ণ প্রার্থীর রোল নং হল- ১০০০৪, ১০০০৭, ১০০১৭, ১০০২১, ১০০২৫, ১০০৩৬, ১০০৩৮, ১০০৪২, ১০০৪৪, ১০০৫১, ১০০৫৫, ১০০৫৮, ১০০৬৫, ১০০৮০, ১০০৮৩, ১০০৯১, ১০০৯৮, ১০০৯৯, ১০১০৪, ১০১০৫, ১০১০৭, ১০১১৫, ১০১২০, ১০১২৫, ১০১২৭, ১০১৩৭, ১০১৩৮, ১০১৩৯, ১০১৪০, ১০১৪১, ১০১৫২, ১০১৫৬, ১০১৬৩, ১০১৬৪, ১০১৭৮, ১০১৯১, ১০১৯৭, ১০২০৪, ১০২০৯, ১০২১২, ১০২২০, ১০২৩৬, ১০২৩৯, ১০২৪৪, ১০২৬১, ১০২৭৪, ১০২৮৬, ১০৩০২, ১০৩০৪, ১০৩০৫, ১০৩০৭, ১০৩২২, ১০৩৩৪, ১০৩৪০, ১০৩৪১, ১০৩৪৩, ১০৩৪৭, ১০৩৫৪, ১০৩৫৯, ১০৩৭৬, ১০৩৭৭, ১০৩৭৮, ১০৩৮৯, ১০৩৯১।প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, উত্তীর্ণরা অনলাইনে আবেদনের আপলোড করা ছবি, আবেদনের কপি,

লিখিত পরীক্ষার প্রবেশপত্র, নাগরিকত্ব সনদ এবং শিক্ষাগত যোগ্যতা ও মুক্তিযোদ্ধা সনদসহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র কমপক্ষে ৯ম গ্রেডের গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে ২০ নভেম্বরের মধ্যে অফিস চলাকালীন সময়ে স্ব স্ব জেলায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসে জমা ও প্রাপ্তি স্বীকারপত্র সংগ্রহ করতে হবে। মৌখিক পরীক্ষা বোর্ডে প্রদর্শনের জন্য জমাদানকৃত সনদপত্র, প্রাপ্তি স্বীকারপত্র ও অন্যান্য কাগজপত্রের মূল কপি প্রার্থীকে সঙ্গে রাখতে হবে। মৌখিক পরীক্ষা ১ ডিসেম্বরের মধ্যে স¤পন্ন হবে। এ পরীক্ষার স্থান, তারিখ ও সময় যথাসময়ে উত্তীর্ণ প্রার্থীকে জানানো হবে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn