সুনামগঞ্জে বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু
সুনামগঞ্জে হাওরে বজ্রপাতে এক ধান কাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিকের নাম মো. ইয়াহিয়া মিয়া (৪২)। তিনি সিলেটের কানাইঘাট উপজেলার বড় চতুল ইউনিয়নের রায়পুর গ্রামের ইলিয়াছ মিয়ার ছেলে। সোমবার (৩০ এপ্রিল) সকাল ৮টায় সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের জামখলা হাওরের সোনডুবি বিলের পাড়ে এ ঘটনা ঘটে। বজ্রপাতের ঘটনায় আহত হয়েছেন একই গ্রামের ওয়াতির আলীর ছেলে আব্দুল্লাহ মিয়া (৪০)। তিনি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ঘটনার প্রত্যক্ষদর্শী শ্রমিকরা জানান, রায়পুর গ্রামের ইয়াহিয়াসহ একই গ্রামের একদল শ্রমিক দক্ষিণ সুনামগঞ্জের দরগাপাশা গ্রামের মৌখলা গ্রামে ধান কাটতে আসেন। আজ সোমবার সকাল ৮টার জামখলা হাওরের সোনাডুবি বিলের পাড়ে বোরো জমিতে ধান কাটছিলেন তারা। এসময় হঠাৎ করে বজ্রপাতে শুরু হলে ইয়াহিয়া মিয়া ঘটনাস্থলেই মারা যান। বজ্রপাতে আহত হন আব্দুল্লাহ মিয়া। ধান কাটায় উপস্থিত থাকা অন্য শ্রমিকরা আহত আব্দুল্লাহকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা সেবা দেন ও নিহত ইয়াহিয়া মিয়ার লাশ তার গ্রামের বাড়িতে পাঠান। দক্ষিণ সুনামগঞ্জ থানার এস আই জগৎজ্যোতি চৌধুরী জানান, বজ্রপাতে জামখলা হাওরে এক ধান কাটা শ্রমিকের মৃত্যু হয়েছে ও একজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।